Bangla News Dunia, দীনেশ দেব :- বর্তমানে করোনার ভয়ে ঘর বন্ধি দেশ বেশি। আর এই ঘর বন্ধি মানুষদের জন্য দ্বিগুন ডাটা দেবার কথা ঘোষণা করলো জিও। মূলত প্রায় সমস্ত কাজের জায়গায় কর্মচারীদের ঘরে বসেই কাজের কথা বলা হয়েছে। এবার ঘরে বসে কাজ করতে হবে ডাটার দরকার। তাই জিও গ্রাহকদের সুবিধার জন্য দ্বিগুন ডাটা দেবার কথা ঘোষণা করলো। জিও তার ঘর বন্ধি গ্রাহকদের জন্য প্রিপেড প্ল্যানে নিয়ে এসেছে দ্বিগুন ডেটা ও অতিরিক্ত টকটাইম ও , জিওর তরফ থেকে এই রকম ঘোষণা করা হয়েছে।
[ আরো পড়ুন :- এবার করোনার প্রতিষোধক খুঁজতে মাঠে নামানো হলো সুপার কম্পিউটার ]
এই রিপোর্টে জিওর তরফ থেকে জানানো হয়েছে , করোনা আতঙ্কে সাধারণ মানুষ ঘর বন্দি। তাই তারা তাঁদের গ্রাহকদের কথা ভেবে এই অতিরিক্ত ডাটা দেবার কথা ভেবেছে। যাতে গ্রাহকরা ঘরে বসে তার সমস্ত রকমের কাজ করতে পারে। জিওর এই ডাটা প্ল্যান চারটি প্রিপেড প্ল্যানে পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক –
১. আগে ১১ টাকা রিচার্জে ৪০০ MB ডেটা পাওয়া যেতো , এখন তা ৮০০ MB ডেটা পাওয়া যাবে। এর সাথে ৭৫ মিনিট অন্য নেটওয়ার্ক – এ কল করতে পারবেন।
২. আগে ২১ টাকা রিচার্জে ১ GB ডেটা পাওয়া যেতো , এখন তা ২ GB ডেটা পাওয়া যাবে। এর সাথে ২০০ মিনিট অন্য নেটওয়ার্ক – এ কল করতে পারবেন।
৩. আগে ৫১ টাকা রিচার্জে ৩ GB ডেটা পাওয়া যেতো , এখন তা ৬ GB ডেটা পাওয়া যাবে। এর সাথে ৫০০ মিনিট অন্য নেটওয়ার্ক – এ কল করতে পারবেন।
৪. আগে ১০১ টাকা রিচার্জে ৬ GB ডেটা পাওয়া যেতো , এখন তা ১২ GB ডেটা পাওয়া যাবে। এর সাথে ১০০০ মিনিট অন্য নেটওয়ার্ক – এ কল করতে পারবেন।