Bangla News Dunia, সারদা দে : ভারত সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমনের জেরে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। সাথে ওই সব দেশের সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হয়ে যাচ্ছে। ভারতে বাকি দেশগুলির তুলনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা তুলনামূলক ভাবে কম হলেও দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক সেইগুলি :
১. করোনা ভাইরাসের কারণে দেশের ভিন্ন শপিং মল, স্কুল-কলেজ সহ একধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের বিপুল পরিমানে আর্থিক ক্ষতি হবে। শেয়ার বাজারে ইতিমধ্যে এর প্রতিফলন দেখা গেছে।
২।. বিপুল আর্থিক ক্ষতির ফলে ৬ শতাংশ থেকে কমে ২০২১ অর্থবর্ষে ভারতের জিডিপি ৫ শতাংশ হতে পারে। মুডিসের দেওয়া তথ্য অনুযায়ী এই ভাইরাসের কারণে দেশ জুড়ে মন্দা দেখা দিতে পারে। ২০২০ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধি ২.৫ শতাংশের নিচে থাকবে বলে মনে করা হচ্ছে।
৩. করোনা ভাইরাসের জেরে যে ব্যবসার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেটা হলো বিমান পরিষেবা। বিমান সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিমান টিকিট কাটার পরিমান কমেছে ৭৫ শতাংশ। দেশের মধ্যে টিকিট কাটার পরিমান কমেছে ২০ শতাংশ।
[ আরো পড়ুন :- ভবিষ্যতে ফিরতে পারে করোনা ]
৪. ভারত প্রতিবছর পর্যটন শিল্প থেকে প্রায় ৩০ বিলিয়ন ডলার আয় করে। কিন্তু করোনা ভাইরাসের জেরে বিদেশী পর্যটকদের আগমন কমে গিয়েছে। ফলে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে।
৫. এ ডি বি আশংকা করছে যে ভারত প্রায় ৩৮৭ মিলিয়ন থেকে ২৯.৯ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে। এই ক্ষতি মানুষের ব্যক্তিগত খরচ কমে যাওয়ার ফলে হতে পারে।
[ আরো পড়ুন :- সারা বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ১৩ হাজারের বেশি, গৃহবন্দী ১০০ কোটির বেশি করোনা আতঙ্কে ]
ইউসিটিএডির হিসাব অনুযায়ী করোনা ভাইরাসের জন্য ভারতের ব্যবসা ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার মার খেতে পারে। বর্তমানে বিশ্ব অর্থনীতিতে প্রথম ১৫ টি দেশের মধ্যে অবস্থান করতো ভারত। সেই জায়গা হারাতে হতে পারে।