Bangla News Dunia, সারদা দে :- করোনা আতঙ্কে এইবার আত্মহত্যার খবর পাওয়া গেল দিল্লিতে। সাথে দেশেও বাড়ছে সংক্রমণের আশংকা। দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে আইসোলেশনে ভর্তি ছিলেন ওই ব্যক্তি করোনা সংক্রমণের আশংকায়। পুলিশের খবর অনুযায়ী আইসোলেশন যাওয়ার কিছু ঘন্টা পরেই তিনি হাসপাতালের আটতলা থেকে ঝাঁপ দেন ।
[ আরো পড়ুন :- অল ইংল্যান্ড ব্যাডমিন্টন খেতাব অধরা রইলো সিন্ধুর ]
বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন বিদেশে প্রায় ২৭৬ জন ভারতীয় কারণে আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২২৫ জন ইরানে , ১২ জন সংযুক্ত আরব আমিরশাহিতে, ৫ জন ইতালিতে আক্রান্ত হয়েছেন। দেশে করোনা সক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৬ জন। ইরান কুয়েত সহ বাইরের দেশে যারা আছেন তাদের এদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। দেশে আক্রান্তদের মধ্যে ২৫০ জন বিদেশী আছেন বলে জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য এর জন্য দিল্লী সরকারকে দায়ী করেছেন।
[ আরো পড়ুন :- সুদ কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ]
দিল্লি সরকার সমস্ত গন পরিষেবাকে জীবাণু মুক্ত রাখতে দুবেলা নিখরচায় সেটিকে পরিষ্কার করার প্রচেষ্টা নিয়েছে। দেশের সব অফিস গুলিতে রোটেশন মেনে কাজ করা হবে বলে জানানো হয়েছে। বাস-ট্রাম ট্রেন এইসব জায়গায় যাত্রীদের সংখ্যা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। গোটা দক্ষিণ ভারতের অধিকাংশ জায়গায় শিক্ষা প্ৰতিষ্ঠান থেকে শুরু করে শপিং মল বাজার ঘাট সব বন্ধ হয়ে গেছে।
তবে ভারতকে করোনা রুখতে আরো পরীক্ষা করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু । শ্বাসকষ্ঠের প্রাথমিক পর্যায়েই যাতে স্যাম্পল নিয়ে পরীক্ষা করা যায় তার ব্যবস্থা করতে হবে। ভারতে এই ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় পর্যায়ে আছে । সেটা যাতে ছড়িয়ে না পরে চীন,ইতালী দেশগুলির মতো তার জন্য এই ব্যবস্থা নিতে হবে বলে তারা নির্দেশ দিয়েছে। ভারতেও এই বিষয় নিয়ে পরীক্ষার কাজ চলছে। দেশের ৫২ টি ল্যাবরেটরি থেকে ২০ টি করে নমুনা নিয়ে মোট ১০০০ টি নমুনা নেওয়া হয়েছে। ৫০০তে নমুনার রিপোর্ট পেশ করা হলেও বাকি ৫০০ টির নমুনা এখনো বাকি রয়েছে। তার উপরে কাজ চলছে।