Bangla News Dunia , অজয় দাস :- করোনা আগেই বিশ্বের সব কিছুর উপর থাবা দিয়েছে আর এবার ২২ গজের উপরেও। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ঢাকায় ২১ ও ২২ শে মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু করোনা আতঙ্কে আপাতত সেই ম্যাচ স্থগিত রাখা হয়েছে।
ইতিমধ্যেই বাংলাদেশে ৩ জন ব্যাক্তির মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। এমনকি আগে গিয়ে এই সংখ্যা আরো বাড়তে পারে। মুজিবুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার একটি শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়জন করার কথা ছিল। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত ছিলেন। এই ভাইরাসের জেরে প্রধানমন্ত্রীর ওই সফর বাতিল করা হয়।
[ আরো পড়ুন :- ধোনির ভবিষ্যৎ ঠিক হবে আইপিএলে , দাবি রবি শাস্ত্রীর ]
এই ক্রিকেট ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে স্থগিত রেখেছে। তবে তারা জানান পরে অবশ এই ম্যাচ খেলা হবে। এই ম্যাচে ভারতের থেকে শিখর ধাওয়ান , ঋষভ পান্থ , মহাম্মদ সামি , কে এল রাহল , কুলদীপ যাদব খেলার কথা আছে। তবে খেলার সূচি পরিবর্তন হলে খেলোয়াড় ও পরিবর্তন হতে পারে।
এছাড়া এশিয়া একাদশের টিমে লাসিথ মালিঙ্গা , মুস্তাফিজুর রহমান , তামিম ইকবাল , মুস্তাফিকুর রহিম , লিটন দাস খেলার কথা আছে। আর বিশ্ব একাদশের টিমে ক্রিস গেইল , রস টেইলর , কিরণ পোলার্ড , ফাপ ডু ,প্লেসি এই সকল খেলোয়াড়রা খেলার কথা আছে।
করোনা ভাইরাসের জেরে বাংলাদেশে আয়োজিত জিম্বাবোয়ের সাথে টি – টোয়েন্টি সিরিজে কম সংখ্যক টিকিট বাঁচার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।