Bangla News Dunia, সারদা দে :- বর্তমান বিশ্বের অন্যতম আতঙ্ক করোনা প্রতিরোধে ওষুধ পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। রেমডেসেভি হলো সেই ওষুধ যাতে করোনা প্রতিরোধ করা যাবে বলে প্রাথমিক গবেষণার পরে বিজ্ঞানীরা দাবী করছেন। মেডিসিন বিশেজ্ঞওদের মতে ২০০ টি দেশে এখন এই ওষুধটির ট্রায়াল চলছে। এছাড়া অনেকগুলো ওষুধের কম্বিনেশন নিয়েও তারা কাজ করছেন বলে জানিয়েছেন।
[ আরো পড়ুন :- করোনার ভয়ে ৭০ হাজার জেল বন্দিকে মুক্তি দিলো ইরান ]
এই ওষুধটি প্রথম তৈরী হয় ইবোলা নিধনের সময়।শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে প্রতিরোধ করতে পারে এই ড্রাগ, ঠিক যে ভাবে এটি সার্স এবং মার্সের প্রতিরোধক হিসেবে কাজ করে।এই ড্রাগ করোনা সংক্রমণের মাত্রা কমাতে পারে,কমাতে পারে অভিঘাত ও। তবে সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এই ওষুধটিকে প্রয়োগ করতে হবে। এতে শুধুমাত্র প্রকোপ কমাতে পারে,কিন্তু একবার ছড়িয়ে পড়লে সেটা রোধ করা যাবে কিনা জানা নেই।
[ আরো পড়ুন :- ভারতীয় সংস্কৃতির অঘোষিত এম্বাসেডর এখন ট্রাম্প ! ]
প্রথম এই ওষুধটির প্রয়োগ করা হয় আমেরিকার এক আক্রান্ত যুবকের ওপর,এখন তিনি সম্পূর্ণ সুস্থ। চিন,আমেরিকা,ইতালির বহু করোনা আক্রান্তকেও এই ওষুধ দেওয়া হয়েছে। তবে করোনা নিরাময়ে এই ওষুধ কতটা কার্যকর জানা যাবে দিন দুয়েকের মধ্যে। ফেব্রয়ারিতে চিনে করোনা আক্রান্তদের উপরে প্রথম রেমডেসেভি প্রয়োগ করা হয়।দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হয় আমেরিকায়। এই ওষুধ টি নিয়ে মার্চ এ এশিয়ার করোনা-সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলি তে আরো ২টি পরীক্ষা শুরু হচ্ছে। এর ফল জানা যাবে মে মাসে। এখন দেখার বিষয় হল এই ওষুধ শেষমেশ আতঙ্কিত মানব সভ্যতার পরিত্রাতা হতে পারে কিনা। আশায় বুক বাঁধছেন সারা বিশ্ববাসী।