করোনা নিয়ে দেশবাসীকে কি বার্তা দিলেন অমিতাভ বচ্চন ! দেখুন ভিডিও

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাসে এখনো সারা দেশে আক্রান্তের সংখ্যা ৬০৬ এবং মৃতের সংখ্যা ১০। এই দিন আরো এক মহিলার মৃত্যু হয় এই মারণ ভাইরাসে। এরই মধ্যে আবার হানা দিয়েছে হান্তা ভাইরাস। বিশেষজ্ঞদের দাবি যা কিনা করোনা ভাইরাসের থেকে ৩৭ গুণ বেশি শক্তিশালী।

চীনা গবেষকদের একটি গবেষণায় ( T 3481 ) উঠে এসেছে করোনা ভাইরাস অনেকদিন মানুষের মলের মধ্যে বেঁচে থাকতে পারে। আর সেই মলে যদি কোনো মাছি বসে সেই মাছি ওই ভাইরাসকে বহন করে নিয়ে আসতে সক্ষম। আপনার বাড়ির কোনো খাবারে ওই মাছি এসে বসলে সেই খাবারের সাথে ওই ভাইরাস লেগে যেতে পারে। আর আপনি ও আপনার পরিবার যখন ওই খাবার গ্রহণ করবেন তখন করোনা ভাইরাস আপনার খাবারের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে।

তার পরই আপনি ও আপনার পরিবার এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তবে যেই সব রোগী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের মলের মধ্যেও এই ভাইরাসের লক্ষণ পাওয়া যেতে পারে। তাই ফাঁকা জাগায় মল ত্যাগ না করাই ভালো।

[ আরো পড়ুন :- ” লক ডাউন ” না মানায় দেশবাসীকে কি ম্যাসেজ দিলেন সচিন ! দেখুন ভিডিও ]

https://twitter.com/SrBachchan/status/1242820488562216961?s=20

Bangla news dunia Desk

মন্তব্য করুন