Bangla News Dunia, দীনেশ দেব :- এর আগে বিভিন্ন নেতা , ফ্লিমষ্টার ও ক্রিয়া জগতের মানুষ তাদের নিজেদের মতো করে দেশ বাসীকে এই ভাইরাস থেকে কি ভাবে লড়তে হবে তা বলেন। এবার তাদের সাথে তাল মিলিয়ে ঋত্বিক তাঁর ভক্ত ও দেশবাসীর কাছে আহ্ববান করলেন এই ভাইরাসের সাথে লড়তে গেলে আমাদের একসাথে লড়তে হবে।
ঋত্বিক বলেন , ” বন্ধুরা আমরা এখন সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস এখন খুবই গতিতে তার প্রভাব বিস্তার করছে। আমার এই পরিস্থিকে কোনো ভাবেই অবহেলা করতে পারিনা। আমাদের এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর এই পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আমরা কিছু কাল করতে পারি। যা এই মহামারীকে আটকাতে পারে।
সবচেয়ে প্রথম কাজ হলো নিজের হাত ও নিজেকে পরিষ্কার রাখা। সাবান দিয়ে প্রতি এক ঘন্টা পর পর নিজের হাত ধুন , এটাই একটা সবচেয়ে সহজ রাস্তা হলো এই মহামারীকে আটকানোর রাস্তা। দ্বিতীয় হলো নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখা। যার মাধ্যমে আমরা এই ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারি। এই সময় নিজেদের মধ্যে পার্টি বা আনন্দ করার সময় নয়। যদি নিজেদের মধ্যে কথা বলতে হয় তবে ফোন কল বা ভিডিও কল করে কথা বলুন। বর্তমান পরিস্থিতি যদি আমাদের হাত থেকে বেরিয়ে যায় তবে না জানি কি হতে পারে। আসুন আমরা নিজেদের দায়িত্ব পালন করি। আমরা সবাই নিজেদের খেয়াল রাখি “।
[ আরো পড়ুন :- পাকিস্তানের কোয়ারেন্টাইন ক্যাম্পের অবস্থা দেখলে আপনি চমকে যাবেন ]
Help stop the spread. There are simple steps to be followed . ये हम सबकी ज़िम्मेदारी है। #COVIDー19 #StayHomeIndia pic.twitter.com/v0jZth8xF1
— Hrithik Roshan (@iHrithik) March 24, 2020