Bangla News Dunia, সারদা দে :- করোনা ভাইরাস মোকাবিলায় বৃস্পতিবার ১.৭ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে বলে ঘোষণা করলেন। ঠিক একই ভাবে রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হলো ৪ শতাংশ।
প্রতি দুইমাস অন্তর মনিটরি পলিসি কমিটির বৈঠক বসে। পরবর্তী বৈঠক ছিল ৩১ শে মার্চ থেকে ৩ রা এপ্রিল পর্যন্ত। কিন্তু সেই সময় এগিয়ে এনে বৈঠক করা হয়েছে ২৫ থেকে ২৭ মার্চ। এই বৈঠকেই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন শক্তিকান্ত দাস।
[ আরো পড়ুন :- লক ডাউন যথেষ্ট নয় জানালো হু,আর বি আই প্রাক্তন ]
তিনি আরো জানান যে – শেয়ার বাজারে ধীরে ধীরে স্থিতাবস্থা আসছে এবং ডলারের তুলনায় রুপির বিনিময়মূল্য কমছে। তিনি আরো জানানা যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে ,তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই সিদ্ধান্ত আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতেই নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশের এই অভুতপূর্ব পরিস্থিতিতে তার এই ঘোষণা ব্যাংকিং পরিষেবাকে স্বস্তি দেবে তাতে কোনো সন্দেহ নেই।