কলকাতায় প্রথম AI হাব তৈরি করল ITC, বাণিজ্য সম্মেলন থেকে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকেই গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এটিই প্রথম এআই হাব। রাজারহাটে এআই সেন্টার তৈরি করেছে আইটিসি ইনফোটেক। রাজারহাটের এই এআই হাবের মাধ্যমে ৪০টি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের আইটি ইন্ডাস্ট্রিজ়ের প্রেক্ষিতে এই সেন্টারের উদ্বোধন নিশ্চিতভাবে উল্লেখযোগ্য ঘটনা।

২০২৫ সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইটিসি-র চেয়ারম্যান সঞ্জীব পুরী। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর সংস্থার অধিকাংশ বিনিয়োগই রয়েছে পশ্চিমবঙ্গে। এর কারণও তুলে ধরেছেন তিনি। বাংলায় ব্যবসা করার সুযোগ সুবিধার দিকটি নিজের বক্তব্যে তুলে ধরেছেন। এর মধ্যে যেমন ‘অপারেশন কস্ট’ কম হওয়ার বিষয়টি উঠেছে, তেমনই সুবিধাজনক কাজের পরিবেশ এবং প্রশাসনিক সাহায্যের বিষয়টিও উল্লেখ করেছেন। সে জন্যই ভারতের অন্যান্য শহরের পরিবর্তে কলকাতায় এআই সেন্টার গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:- নিজেদের দেশেই ব্যান আর্জেন্তিনা ফুটবল সমর্থকরা! কারণ জানলে অবাক হবেন

সঞ্জীব পুরী বলেছেন, ‘আমরা তথ্য প্রযুক্তি সেক্টরে নিজেদের উপস্থিতি আরও জোরদার করছি। সেই লক্ষ্যেই কলকাতায় এআই সেন্টার গড়ে তুলেছি। এখানে পর্যাপ্ত মেধা রয়েছে। আইআইটি, আইআইএম, আইএসআই-এর মতো উচ্চমানের শিক্ষপ্রতিষ্ঠান রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে এই সেন্টার থেকে।’ এর পাশাপাশি পশ্চিমবঙ্গে ম্যানুফ্যাকচারিং ইউনিটও আইটিসি বাড়িয়েছে বলে জানিয়েছেন পুরী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আইটিসি-র ১৮টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে।

পর্যাপ্ত জলের জোগান, মেধাবী কর্মী সমৃদ্ধ পশ্চিমবঙ্গে ব্যবসার ভবিষ্যতও উজ্জ্বল বলে মনে করেন সঞ্জীব পুরী। আগামী দিনে পশ্চিমবঙ্গে আইটিসি আরও লগ্নি করবে বলেও জানিয়েছেন তিনি। আগামী এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে আইটিসি-র হোটেল সংখ্যাও দ্বিগুণ করার ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন:- ADHD রোগে কমতে পারে আয়ুও, বলছে গবেষণা, জানুন বিস্তারিত

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন