কলকাতায় ফের ধর্ষণ ? নিউটাউনে ঝোপে উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সমাজ যত উন্নত হোক না কেন মহিলাদের নিরাপত্তার দিক থেকে এখনও উন্নত জায়গায় পৌঁছতে পারেনি। খবরের কাগজ খুললে একের পর এক ধর্ষণ কাণ্ডের ঘটনা উঠে আসছে। কিছুদিন আগে তিলোত্তমা কাণ্ডের ঘটনায় গোটা দেশ ক্ষেপে উঠেছিল। পরিণতি এমনই খারাপ হয়ে গিয়েছিল যে দেশের বাইরেও প্রতিবাদ শুরু হয়ে গিয়েছিল। তবুও মহিলাদের ওপর হয়ে আসছে নানা সামাজিক নির্যাতন। আর এই আবহে নিউটাউনের বুকে ঘটে গেল এক ভয়ংকর ঘটনা।

সূত্রের খবর, সাতসকালে নিউটাউনের (Newtown) এক স্থানীয় এলাকায় ঝোপের মধ্যে মিলল যুবতীর অর্ধনগ্ন দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পরে যায় নিউটাউনে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু ঘটনার নেপথ্যে কে বা কারা সে ব্যাপারে এখনও কোনো হদিশ মেলেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

ঝোপের মধ্যে মিলল তরুণীর অর্ধনগ্ন দেহ!

প্রায় প্রতিদিনই নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপে এলাকার অনেকেই যান প্রাতঃকৃত্য সারতে। আজও রোজদিনের মত একই কাজ করতে গিয়েছিলেন অনেকে। কিন্তু গিয়ে দেখে এক অবাক করা ভয়ংকর দৃশ্য। ঝোপের মধ্যে দেখেন, এক তরুণীর অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে। এই দৃশ্য দেখে দেরী না করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃতার পরিচয় জানা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই তরুণীকে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিচয় জানার চেষ্টাও করছেন তদন্তকারীরা। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিউটাউনের মতো এলাকায় দেহ উদ্ধারের এমন ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। পুলিশের কাছে নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছে সেখানকার স্থানীয়রা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন