কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে HDFC Bank চালু করলো HDFC Scholarship. আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বড় অঙ্কের স্কলারশিপের (Scholarship) ঘোষণা করেছে ব্যাংকটি। মূলত যারা বর্তমানে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে পড়াশোনা করছে তাদের ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হচ্ছে। এটি নতুন বছরে একটি অন্যতম Private Scholarships. এজন্য কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্তটা জেনে নিন আজকের প্রতিবেদনে।

কাদের কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?

এই উদ্যোগের আওতায় জেনারেল ডিগ্রি কোর্স, যেমন বি.এ, বি.এসসি, এবং বি.কম পড়ুয়াদের জন্য ৩০ হাজার টাকা এবং পেশাগত কোর্স, যেমন বি.টেক, এমবিবিএস, ব্যাচেলার অফ আর্কিটেকচার বা নার্সিং কোর্সের শিক্ষার্থীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রোগ্রামে সর্বোচ্চ ৭৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা

HDFC Scholarship পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা মেনে চলতে হবে।
১. আবেদনকারীকে অবশ্যই বর্তমানে যেকোনো কলেজে উপরোক্ত একটি ডিগ্রি অনুসরণ করতে হবে।
২. আবেদনকারীকে পূর্বতন পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

প্রয়োজনীয় নথি

আবেদনের জন্য নিচের নথিগুলি জমা দেওয়া বাধ্যতামূলক:

১. পাসপোর্ট সাইজ ছবি।
২. ২০২৩-২০২৪ সালের শেষ পরীক্ষার রেজাল্ট।
৩. আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স।
৪. বর্তমান কোর্সে ভর্তি হওয়ার প্রমাণপত্র (যেমন আবেদন ফি-এর রসিদ, এডমিশন লেটার)।
৫. ব্যাংক পাসবুক বা ক্যানসেল চেক।
৬. পরিবারের আয় শংসাপত্র এবং আয়ের এফিডেভিট।

 

কীভাবে আবেদন করবেন?

HDFC Scholarship প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন।
১. প্রথমে buddy4study ওয়েবসাইটে যান এবং নিজের ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
২. রেজিস্টার্ড আইডি দিয়ে লগইন করুন এবং “Apply Now” বাটনে ক্লিক করুন।
৩. HDFC Bank Parivartan’s ECSS Programme ২০২৪-২৫-এর অ্যাপ্লিকেশন ফর্মে প্রবেশ করুন।

৪. “Start Application” অপশনে ক্লিক করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫. টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে এক্সেপ্ট করুন।
৬. প্রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফর্ম ভালোভাবে দেখে নিন।
৭. জমা দেওয়ার আগে সমস্ত তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

 

কেন গুরুত্বপূর্ণ এই উদ্যোগ?

শিক্ষা এমন একটি সম্পদ যা অর্থনৈতিক অবস্থার কারণে কারোর হাতছাড়া হওয়া উচিত নয়। এইচডিএফসি ব্যাংকের এই উদ্যোগ কেবল আর্থিক সাহায্যই করবে না, বরং ছাত্রছাত্রীদের স্বপ্নপূরণের পথকেও সহজ করবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য আর্থিক চাপে পড়েন, তাদের জন্য এটি এক বড় সমাধান। HDFC Scholarship উদ্যোগের মাধ্যমে অনেক মেধাবী ছাত্রছাত্রী তাদের স্বপ্নপূরণের সুযোগ পাবে।

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

আরও পড়ুন:– সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নিয়ম রাজ্যের, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন