কাজের টোপে করাচিতে পাচার, ২২ বছর পরে কিভাবে দেশে ফিরলেন হামিদা? পড়ুন রুদ্ধশ্বাস কাহিনী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের করাচিতে পাচার হয়ে গিয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে ২২ বছর। শেষ পর্যন্ত দেশে ফেরার সুযোগ মিলেছে তাঁর। সোমবার ওয়াঘা সীমান্তের কাছে আট্টারিতে এসে উপস্থিত হন তিনি। এতদিন পরে যখন ফের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ মিলল তখন তাঁর বয়স ৭৫ বছর। ওই মহিলার নাম হামিদা বানু।

তাঁকে বাড়ি ফেরানোর জন্য ওয়াঘা সীমান্তে হাজির ছিলেন তাঁর মেয়ে, বোন, ভাইপো, ভাই-সহ সবাই। আগেরদিনই মুম্বই থেকে অমৃতসর এক্সপ্রেস ধরে ওয়াঘা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তাঁরা, খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে।

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

কী ভাবে পাকিস্তানে পৌঁছেছিলেন হামিদা?

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রের খবর, ভারতে তাঁর ভরা সংসার ছিল। চার সন্তান ছিল হামিদার। পরিবারকে আরও একটু ভালো রাখার জন্য চাকরি খুঁজছিলেন তিনি। সেই সময়েই ২০০২ সালে তাঁর কাছে বিদেশে রাঁধুনির চাকরির সুযোগ আসে। একটি এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার কথা হয়েছিল। কিন্তু না জেনেই পাচারকারীদের পাল্লায় পড়ে গিয়েছিলেন হামিদা। তাঁকে পাকিস্তানে পাচার করে দেওয়া হয়। সেখানে গিয়ে বেশ কিছুদিন রাস্তায় থাকতে হয়েছে তাঁকে। কখনও মসজিদে থাকতে হয়েছে। কিছুদিন একটি ছোটখাটো দোকানও চালাতে হয়েছে তাঁকে। এরপর পাকিস্তানেই দার মহম্মদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। কয়েকবছর আগেই স্বামী মারা গিয়েছেন। এরপরেই জীবনের মোড় ঘুরে যায় হামিদার। তাঁর সঙ্গে দেখা হয় ইউটিউবার ওয়ালিউল্লাহ মারুফের। অবশ্য এই মারুফ অনেক ছোটবেলা থেকেই চেনেন হামিদাকে। যখন হামিদা দোকানে কাজ করতেন তখন স্কুলে যাওয়ার সময় তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল মারুফের, এখন যাঁর বয়স তিরিশ। ২০২২ সালে হামিদার ইন্টারভিউ নেন মারুফ। সেখানেই জীবনের ঝাঁপি খুলে বসেন হামিদা। কী ভাবে ভারত থেকে পাচার হয়ে করাচিতে এসে পড়লেন সেই গল্পই শোনান তিনি। আর নিমেষে ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো।

হামিদার পরিচয় যাচাই করার পরে হস্তক্ষেপ করে ইসলামাবাদে ভারতের হাই কমিশন। এরপরে করাচি থেকে লাহোর যাওয়ার বিমানের টিকিট হামিদাকে দেয় ভারতীয় হাই কমিশন। তারপর লাহোর থেকে ওয়াঘা সীমান্ত পর্যন্ত এনে ভারতে ফিরিয়ে আনা হয় তাঁকে, সংবাদমাধ্যমকে জানিয়েছেন মারুফ।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ভারতীয় হাই কমিশন জানিয়েছে, হামিদা বানু ২০০২ সাল থেকে ভারত থেকে নিখোঁজ। ইসলামাবাদের সঙ্গে নিয়ম মেনে যাবতীয় নথি চালাচালি এবং যাচাইয়ের পর দেখা যায় হামিদা সত্যিই পাকিস্তানের বাসিন্দা নন, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় যে ১৬ ডিসেম্বর ভারতে ফেরত পাঠানো হবে হামিদা বানুকে। সেই মতো ব্যবস্থা নেয় ভারতও।

হামিদার সঙ্গেই একইরকম ভাবে ভারত থেকে পাকিস্তানে পাচার হয়েছিলেন শেহনাজ় নামে এক মহিলাও। তিনি সেখানকার এক বাসিন্দাকে বিয়ে করেছিলেন। তাঁর স্বামীও মারা গিয়েছেন। এখন অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন তিনি, জানিয়েছেন মারুফ। তাঁকে আপাতত সাহায্য করছেন তিনি, আর চেষ্টা করছেন যাতে তিনিও ফিরতে পারেন দেশে, নিজের লোকের কাছে।

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন