কার নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন বাবুল ? বিজেপি সাংসদকে ‘ফ্রাস্ট্রেটেড’ বলে আক্রমণ !

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : ‘নিমন্ত্রণের অপেক্ষা শুরু’, বলছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।  কিন্তু কার নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন তিনি? ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। দ্বিতীয় হুগলি সেতুর ওপরে তুমুল বাকবিতন্ডায় জড়িয়েছিলেন বাবুল এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ঘটনার প্রেক্ষিতেই শনিবার বাবুলের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানান অভিজিৎ। আর অভিজিতের সেই মন্তব্যের পালটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাবুল লেখেন যে, অভিজিতের নিমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন তিনি। বাবুলের বক্তব্য, “গ্রেপ্তার করতে কোথায় নিয়ে যায় দেখি, বিমানের টিকিট দেয় কী না দেখি। নিমন্ত্রণের অপেক্ষা শুরু।”

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

তবে এখানেই থেমে না থেকে অভিজিত গঙ্গোপাধ্যায়কে ‘ফ্রাস্ট্রেটেড’, ‘ধর্মান্ধ’ এসব বলেও আক্রমণ করেন বাবুল। তিনি লেখেন, “ফ্রাস্ট্রেটেড গাঙ্গুলিকে জানিয়ে রাখি, শুক্র ও শনিবার উনি আইনি ও সাংবিধানিকভাবে নিজেকে অপদার্থ হিসেবে প্রমান করেছেন, আমাকে ভারতের কোনও এক রাজ্যে গ্রেপ্তার করাবেন বলে।”

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

মোদিজির কড়া নির্দেশে নাকি দেশ-বিদেশে তাঁর গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় সেই অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি। বাবুলের বক্তব্য, “মাননীয়া দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) মন খুলে গান গাওয়ার উৎসাহ দেন। তাই এবার থেকে আমার যত শো হবে তাঁকে নিমন্ত্রণ জানাব ভাবছি।”

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন