কাল থেকে শুরু হবে লকডাউন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সারদা দে : কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামীকাল ৫টা থেকে ২৭ শে মার্চ রাত ১২ টা পর্যন্ত পশ্চিমবঙ্গ লকডাউন হতে চলেছে।  ২৭ শে  মার্চের পরে নতুন করে নির্দেশিকা  জারি করা হবে।  করোনা সংক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবারের জনতা কারফিউর  সফলতা দেখেই তবে নেওয়া হবে আগামী পদক্ষেপ। ট্রেন ,বাস , দোকানপাট সমস্ত বন্ধ থাকবে। অত্যাবশকীয় পরিষেবা  অবশ্য চালু থাকবে। সমস্ত রকমের ট্রেন বাতিল করা হলেও পণ্যবাহী ট্রেন বাতিল  হচ্ছে না। সাথে বাতিল হচ্ছে না পণ্যবাহী ট্রাকও। তবে বাকি পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। পুলিশ ,প্রশাসন , আদালত, জল ,ওষুধের দোকান ,ডাক্তারখানা অবশ্য এই লকডাউনের  আওতায় পড়েছে না। ছাড় দেওয়া হয়েছে অনলাইন মুদির দোকান, হোম  ডেলিভারি ও খাদ্যদ্রব্যের। পেট্রোলপাম্প , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া , সোশ্যাল মিডিয়া ছাড়  পাচ্ছে।   মুখ্যমন্ত্রী ৬ মাসের জন্য রেশন মজুত  রাখার নির্দেশ দিয়েছেলেন। সাথে ব্যবস্থাও করে দিয়েছিলেন যাতে সবাই রেশন থেকে প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত  রাখতে পারে। ব্যাংকে শুধুমাত্র দরকারি লেনদেনের কাজ চালু রাখা হয়েছে। এর আগে অবশ্য কেন্দ্র ডিজিটাল লেনদেনের ওপরে বেশি করে  জোর দিয়েছিলো।

[ আরো পড়ুন :- বিশ্ব জল দিবস আজ ]

তবে এই মুহূর্তে লকডাউন হচ্ছে না রাজধানী। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ,রাজস্থান  ,পাঞ্জাব ,গুজরাটের মতো রাজ্য লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। দিল্লীতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও কেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লী লোকডাউনের সিদ্ধান্ত নিচ্ছেন না তা কারোরই  জানা নেই ।

করোনা আক্রান্তের সংখ্যা ভারতও  দিন দিন বাড়ছে।  মোট কোন আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৪১।  এখনই খবর পাওয়া গেছে যে গুজরাটের সুরাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজনের। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। এর মধ্যে একজন ইতালীয় বাকি ৭ জন ভারতীয়। রোববার একদিনে  ভারতের তিন রাজ্যে তিনজনের  মৃত্যুর খবর পাওয়া  গেছে। বিহার , সুরাট এবং  মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনাগুলি।  এইবার এই লক ডাউনের সিদ্ধান্তে করোনা সংক্রমণ ঠেকানো যাবে কিনা সেটা দেখা যাবে   ২৭ শে মার্চের পরে।

[ আরো পড়ুন :- ডিজিটাল লেনদেনে জোর কেন্দ্র থেকে  ]

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন