Bangla News Dunia , পল্লব : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ২০১৬ সালের উরির সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ করে বলেন, বিজেপি সরকার যখন শেল দিয়ে গুলির জবাব দিয়েছিল, তখন অন্য প্রান্তের লোকেরা ‘তাদের জ্ঞান ফিরে পেয়েছিল’।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
‘আজ ২৮ সেপ্টেম্বর। ২০১৬ সালে ২৮ সেপ্টেম্বর রাতে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। ভারত বিশ্বকে বলেছিল, ‘ইয়ে নয়া ভারত হ্যায়, ইয়ে ঘর মে ঘুস্কর মার্তা হ্যায়… আতঙ্ক কে আকাও কো পাতা হ্যায় আগর কুছ ভি হিমাকাত কি তো মোদী পাতাল মে ভি উনহে খোজ নিকালেগা’ (এটাই নতুন ভারত, ওরা ঘরে ঢুকে খুন করে… সন্ত্রাসবাদের মাস্টাররা জানেন, যদি কিছু ঘটে যায়, মোদী তাদের নরকেও খুঁজে পাবেন।
বিরোধী কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মনে রাখবেন সেই সময়টা যখন ওদিক থেকে গুলি চালানো হত, আর কংগ্রেস সাদা পতাকা ওড়াত। #Short News