‘কাশ্মীর ফিরে পাচ্ছে ‘ভূস্বর্গ’ পরিচয়, ‘জেড-মোড়’  টানেল উদ্বোধন করে উচ্ছ্বসিত মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : কাশ্মীর ফিরে পাচ্ছে তাঁর ‘ভূস্বর্গ’ পরিচয়। সোমবার জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ ‘জেড-মোড়’(Z-Morh)  টানেল উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি গত বছর অক্টোবর মাসে সোনমার্গের এই ‘জেড-মোড’ টানেলের কাছে জঙ্গি-হামলায় মৃত ৭ জনের প্রতি তাঁর শ্রদ্ধা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই টানেলটি খুলে যাওয়ায় এখন থেকে গোটা বছর জুড়েই পর্যটকেরা সোনমার্গে আসতে পারবেন।

তিনি বলেন,“সবার প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার সেই সকল ভাইদের যারা কঠিন পরিস্থিতিতে, জীবনের ঝুঁকি নিয়েও জম্মু-কাশ্মীর তথা দেশের বিকাশের জন্য কাজ করে গিয়েছেন। আমাদের ৭ জন শ্রমিক তাঁদের প্রাণ হারিয়েছেন, কিন্তু বাকিরা মিলে এই কাজটি সম্পূর্ণ করেছেন। আজ আমি সেই ৭ জন সহকর্মীকে স্মরণ করতে চাই যারা তাঁদের প্রাণ হারিয়েছেন।”

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

তিনি আরও বলেন, “খারাপ দিনগুলিকে পেছনে ফেলে কাশ্মীর আবার তাঁর ‘ভূস্বর্গ’-এর তকমা ফিরে পাচ্ছে। আজ মানুষ সন্ধ্যেবেলায় লাল চকে যাচ্ছে আইসক্রিম খেতে। এমনকি রাতেও সেখানকার আবহ বেশ প্রাণবন্ত। কাশ্মীরের শিল্পীরা পোলো ভিউ মার্কেটকে এক নতুন রুপ দিয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে শিল্পীদের পারফর্ম করতে।”

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে অভিবাদন জানিয়ে তিনি বলেন,“মুখ্যমন্ত্রীও একটি ম্যারাথনে অংশ নিয়েছেন যার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আমি তাঁকে বিশেষ অভিনন্দন জানিয়েছি যখন দিল্লিতে আমাদের দেখা হয়েছিল। এটা জম্মু-কাশ্মীরে এক নতুন যুগের সূচনা।”

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন