কিছুতেই মাটি শুকোতে দেওয়া যাবেনা, হাত মেলাল ২০০টা দেশ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাটি শুকিয়ে যাচ্ছে। একের পর এক দেশে শুকিয়ে যাচ্ছে। বাড়ছে খরা প্রবণতা। চলতি বছরেই চরম খরা পরিস্থিতির শিকার হয়েছে একের পর এক দেশ। নদী শুকিয়েছে। বিদ্যুতের সমস্যা তৈরি হয়েছে।

বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন যে প্রবল গতিতে পৃথিবীর চেনা পরিচিত আবহাওয়াকে বদলে দিচ্ছে, যেভাবে বিভিন্ন দেশ বহু বছর ধরে চলে আসা দেশের আবহাওয়াকেই চিনতে পারছেনা, তা আগামী দিনে খাদ্য সুরক্ষাকে সংকটের মুখে ফেলে দিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

আরো পড়ুন:- নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের 19টি বিষয়ে পাঠক্রম বদল, কোন কোন বিষয়? জেনে রাখুন

যেভাবে বিশ্বের অনেক দেশে খরা প্রবণতা, ভূমিক্ষয় এবং ভয়ংকর খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আগামী দিনে এই শুকিয়ে যাওয়া মাটি ফসলের উপযোগী থাকবেনা।

শুকনো মাটিতে গাছও শুকিয়ে যাবে। যা আবার পরোক্ষে প্রভাব ফেলবে নানা পশুপাখির ওপরও। তাদেরও দুর্দিন তৈরি হবে। তাই বিশ্বজুড়ে যে খরা প্রবণতা ক্রমশ ভয়ংকর চেহারা নিচ্ছে তাকে দ্রুত থামাতে হবে।

এজন্য রাষ্ট্রসংঘের একটি আলোচনায় যোগ দেন বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা। মাটি শুকিয়ে যাওয়া নিয়ে যে বিশ্বের সিংহভাগ দেশই উদ্বিগ্ন তা সৌদি আরবের রিয়াধে হওয়া এই ষোড়শ কনফারেন্স অফ দ্যা পার্টিস বা সিওপি১৬ থেকেই স্পষ্ট হয়ে গেছে।

২ সপ্তাহ ধরে এই খরা প্রবণতা রোধ করার রূপরেখা তৈরি করা হয়। তারপর ২০০টি দেশ একসঙ্গে হাত মেলায় একে রোখার জন্য। প্রতিটি দেশ তাদের মত করে যেমন এই মরু প্রবণতা ও ভূমিক্ষয় রোধের চেষ্টা চালাবে, তেমনই আন্তর্জাতিক স্তরেও একে অপরকে এ কাজে সাহায্য করবে। তেমনই স্থির হয়েছে এই বৈঠকে।

আরো পড়ুন:- খাচ্ছি খাবার, গিলছি ‘বিষ’! শহরের খাবারের পুর–রিপোর্ট, কি জানা গেলো? 

 

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন