কিভাবে সহজে প্যান-আধার কার্ড লিঙ্ক করবেন ? জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

aadhaar pan link

Bangla News Dunia , পল্লব : নাগরিকদের সমস্ত জরুরি নথিপত্র ডিজিটাল করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যে ডিজিটাল ইন্ডিয়ায় অনেকখানি এগিয়ে গিয়েছে সরকার। পাশাপাশি যে কোনও ধরনের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে PAN কার্ডকে একক পরিচয়পত্র হিসেবে গণ্য করার কথাও বলেছেন অর্থমন্ত্রী। পাশাপাশিই দীর্ঘদিন ধরে আধার কার্ডের সঙ্গে PAN কার্ডকে লিঙ্ক করাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র।

আরো পড়ুন :- রাজ্যে তৈরি হবে নতুন বিমানবন্দর !

সেই লিঙ্ক করার ডেডলাইন ইতিমধ্যেই বেশ কয়েকবার পিছিয়েছে আয়কর দপ্তর। আরও একবার পিছনো হল আধার এবং প্যান কার্ড লিঙ্কিংয়ের শেষ সময়সীমা। আপাতত সেই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দপ্তর।

আরো পড়ুন :- সাবধান : একসঙ্গে বহু অ্যাপ BAN করছে সরকার !

বাড়িতে বসেই সেরে ফেলতে পারেন আধার-প্যান সংযুক্তিকরণের প্রক্রিয়া। কীভাবে কী করবেন, আসুন, দেখে নেওয়া যাক চট করে।

প্রথমেই আয়কর দপ্তরের ই-ফিলিং ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। www.incometax.gov.in-এ ক্লিক করেও ঢুকে পড়তে পারেন ওই সাইটে।

আপনার লগ-ইন তথ্য দিয়ে ইনকাম ট্যাক্স প্রোফাইলটি লগ-ইন করুন।

একটি পপ-আপ উইনডো খুলে যাবে।

যদি তা না আসে, তাহলে প্রোফাইলের সেটিংয়ে গিয়ে মেনু বার থেকে ‘Link Aadhaar’ অপশনটি সিলেক্ট করুন।

আরো পড়ুন :- এই প্রকল্পে ২ কোটি পর্যন্ত ঋণ দিচ্ছেন মমতা, আপনি পেয়েছেন ?

এর পরেই নতুন একটি উইনডো খুলে যাবে।

সেখানে নিজের PAN নম্বর, আধারের তথ্য, নাম এবং মোবাইল নম্বর দিতে হবে আপনাকে।

সেই তথ্যের ভেরিফিকেশন পর্ব শেষ হলে ‘I agree’ অপশনে ক্লিক করে আধার ডিটেইলস ভ্যালিডেট করতে হবে আপনাকে।

ক্লিক করুন ‘Continue’ বটনে।

আরো পড়ুন :- ‘কোহিনূর প্রভু জগন্নাথ দেবের সম্পত্তি’

এর পরে আপনার রেজিস্টারড মোবাইল নম্বরে একটি OTP আসবে।

সেটি পুট করলেই ভ্যালিডেট লেখা একটি বাটন আসবে, সেখানে ক্লিক করতে হবে।

এরপর আপনাকে জরিমানার অঙ্কটি পেমেন্ট করতে হবে, তাহলে PAN-Aadhaar লিঙ্কের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

আরো পড়ুন :- হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে নয়া অ্যাপ কেন্দ্রের

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

আরো পড়ুন :- দেশে বধূ নির্যাতনে শীর্ষে বাংলা

আরো পড়ুন :- বড় খবর : এবার রাজ্যে কচুরিপানা শিল্প ! বড় ঘোষণা সরকারের

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন