Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুল্কমুক্ত ক্যানসার-সহ 36টি জীবনদায়ী ওষুধ ৷ 6টি জীবনদায়ী ওষুধের উপরে থাকা শুল্ক 5 শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের, বিশেষ করে ক্যানসার এবং অন্যান্য গুরুতর ও দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য আমি 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত ঘোষণা করছি ৷ এছাড়াও আরও ছ’টি জীবনদায়ী ওষুধকে 5 শতাংশ শুল্কছাড়ের তালিকায় আনা হচ্ছে ৷’’
শুধু ওষুধই নয়, দাম কমল মোবাইল ফোন, LED-LCD টিভি, বৈদ্যুতিক গাড়ি-সহ একাধিক পণ্যের ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে কয়েকটি জিনিসের দামও বেড়েছে ৷ দেখে নিন তালিকা ৷
নির্মলার ঘোষণায় কিসের দাম কমল ?
- গত বছরের বাজেটে ইতিমধ্যেই মোবাইল ফোনের দাম কমেছে ৷ এবার আরও দাম কমতে পারে মোবাইল ফোনের । ব্যাটারি উৎপাদনের জন্য 28টি অতিরিক্ত পণ্যে শুল্কছাড় দেওয়া হয়েছে ৷
- ক্যানসার-সহ একাধিক প্রাণঘাতী রোগের চিকিৎসায় ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক । পাশাপাশি 6টি জীবনদায়ী ওষুধে 5 শতাংশ শুল্ক কমানো হয়েছে ।
- লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা হয়েছে । একাধিক শিল্পে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে । দাম কমছে বৈদুতিন গাড়ির ব্যাটারিরও। ফলে বৈদুতিন গাড়িও দাম কমতে পারে ।
- কমবে কোবাল্টের বিভিন্ন পণ্যের দাম ।
- সীসা, দস্তা-সহ 12টি গুরুত্বপূর্ণ খনিজকে শুল্কছাড় দেওয়া হয়েছে ৷
- আরও 10 বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:– WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
কিসের দাম বাড়ল ?
- সরকার ‘ইন্টার্যাক্টিভ ফ্ল্যাট-প্যানেল ডিসপ্লে’র শুল্ক 10 শতাংশ থেকে বাড়িয়ে 20 শতাংশ করার প্রস্তাব করেছে বাজেটে । অর্থাৎ, বেশ কিছু স্মার্ট টিভির দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে ।
- দাম বাড়বে বোনা কাপড়েরও ।
- অস্থায়ী মূল্যায়নের জন্য দু’বছরের একটি সময়সীমা চালু করেছে সরকার, যা ব্যবসার জন্য দ্রুত এবং আরও দক্ষ শুল্ক ছাড়পত্র নিশ্চিত করবে । এই পরিবর্তনটি আমদানি এবং রফতানি শিল্পকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা