Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য দারুণ এক পরিষেবা চালু করল ভারতীয় রেল। এ বারে টাকা না থাকলেও বিনামূল্যে ট্রেনের টিকিট কেটে ফেলতে পারবেন আপনিও।
কী ভাবে পাবেন ‘বুক নাউ পে লেটার’ সুবিধা?
প্রথমে আপনার IRCTC অ্যাকাউন্টে লগ ইন করুন। যে ট্রেনের টিকিট কাটবেন সেটা নির্বাচন করুন, বুক নাও অপশন নির্বাচন করুন।
যাত্রীর বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় অন্য তথ্য পূরণ করুন, ক্যাপচার কোড দিন। সাবমিটে ক্লিক করুন।
তারপর আপনাকে পেমেন্ট অপশনটি ওপেন হবে। সেখানে ক্রেডিট/ডেবিট কার্ড, BHIM অ্যাপ, বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
সেখানেই দেখতে পাবেন পে লেটার অপশনটি। সেটা নির্বাচন করে এই সুবিধাটি আপনি নিতে পারবেন।
তবে ‘বুক নাউ পে লেটার’ সুবিধা নিতে আগে থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে।
এই অপশনটির মাধ্যেমে আগাম অর্থ ছাড়াই টিকিট কাটতে পারবেন।
তবে টিকিট বুক করার ১৪দিনের মধ্যে টাকা জমা করতেই হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না করলে ৩.৫% সার্ভিস চার্জ দিতে হবে। সময় মতো টাকা জমা দিলে কোন অতিরিক্ত ফি নেওয়া হবে না।
আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা