কেন্দ্রকে তুলোধোনা করে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সুখবর রাজ্যবাসীর জন্য

By Bangla News Dunia Rajib

Published on:

abash

Bangla News Dunia , Rajib : উপ নির্বাচনের আগে থেকেই রাজ্যে আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে বিস্তর অভিযোগ উঠে আসছে। যদিও আবাস-বিক্ষোভ ঠেকাতে আসরে নেমেছেন রাজ্যের মুখ্যসচিব। তাই পুনরায় সেই সমীক্ষাগুলিকে বিবেচনা করা হচ্ছে। আর এই বিষয়েই এবার নবান্নে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রকে তোপ রাজ্যের!

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেন যে “গত কয়েক বছর ধরে বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করে আসছে কেন্দ্রীয় সরকার। কোথাও শর্ত দেখিয়ে তো কোথাও আবার সমস্ত শর্ত পূরণ করার পরও অর্থ না দিয়ে বাংলার মানুষকে আবাস যোজনা থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু বাংলার সরকার তেমন কিছু করবে না। কারণ রাজ্য সরকারের লক্ষ্য একটাই আর সেটি হল বাংলার দরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ করা।”

কবে মিলবে প্রথম কিস্তির টাকা?

আসলে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৬০ শতাংশ টাকা কেন্দ্রের থাকে এবং বাকি ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা রাজ্যের। কিন্তু গত ৩ বছর ধরে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে আবাসের বাড়ি তৈরির টাকা রাজ্য একাই দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণা অনুযায়ী বড়দিনের আগেই বাংলা আবাস যোজনায় রাজ্যের ১১ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে বলে আগেই জানিয়েছিল রাজ্য। কিন্তু সমীক্ষায় নানা বিতর্কিত তথ্য উঠে আসে প্রথম কিস্তির টাকা প্রদানে আরও কিছুদিন সময় লাগবে।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

প্রথম কিস্তির টাকা প্রদানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে । আসলে রাজ্যে উপনির্বাচনের কারণে পাঁচটি জেলায় ঠিকমতো সমীক্ষা করা হয়নি। তাই লিস্ট তৈরির পরও অনেক সময় দেখা গিয়েছে যোগ্য মানুষরাই বঞ্চিত হয়েছে। যাতে তারা বঞ্চিত না হয় সেজন্য আরও একবার সার্ভে করা হচ্ছে। সার্ভে মানে কেউ বাদ যাবেন না। গরিব মানুষ নিশ্চিতভাবে বাড়ি পাবেন৷ এখানে একটাই জিনিস দেখা হবে কে পাওয়ার যোগ্য কে নয় ৷ এরপর আরও কিছু মানুষের জন্য বাড়ি তৈরি বাকি থাকবে সেটাও ধাপে ধাপে করা হবে।”

এছাড়াও মমতার কথায়, “বর্ষা হলে, বন্যা হলে বেচারাদের মাটির ঘরগুলো ভেঙে ঝুরঝুর হয়ে যাচ্ছে! অথচ কেউ একটা ছোট্ট বারান্দা করল বা ইট দিয়ে জানালা করল সেও পাবে না এই বাড়ি। কী নিয়ম! এই লিস্ট খায় না মাথায় দেয় কে জানে! তবে আবাস প্রকল্পের নাম গ্রামীণ আবাস যোজনা হবে না। সবই হবে বাংলার বাড়ি। টাকা যখন আমাদের নামও হবে আমাদের। রাজ্যের নামে হবে সব।”

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন