কেন্দ্রীয় বাজেট তৈরিতে কাদের ভূমিকা বেশি ? দেখুন টিম নির্মলা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

budget 2023, nirmala sitharaman

Bangla News Dunia , পল্লব : লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে করছাড়ে মাস্টারস্ট্রোক নির্মলা সীতারমণের। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বড় অঙ্কের করছাড় ঘোষণা করেছেন। বাজেটের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে রেল। সব মিলিয়ে নির্মলার জয়জয়কার করছে গেরুয়া শিবির। তাঁদের বক্তব্য, কোভিডের মতো কঠিন লড়াই সামলে মেধাবী বাজেট পেশ করেছেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী। গোটা বিষয়ে মূল্যবান পরামর্শ রয়েছে টিম বাজেটের ছয় মহারথী। তাঁরা কারা জানেন ?

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

অর্থ সচিব টি ভি সোমানাথন তামিলনাড়ু ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস। এর আগে পিএমও-র সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে কার্যকাল ছিল ২০১৫ থেকে ২০১৭। বর্তমানে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।

১৯৮৭ ব্যাচের আইএএস অজয় ​​শেঠ। কেন্দ্রীয় বাজেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তিনি অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব। তাঁকে বাজেট সংক্রান্ত সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওড়িশা ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইএএস তুহিন কান্ত পান্ডে। বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব। চলতি আর্থিক বছরে সরকারের বিনিয়োগ কর্মসূচি প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।

আইআইটি কানপুরের প্রাক্তনী রাজস্থান ক্যাডারের আইএএস সঞ্জয় মালহোত্রা। অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের দায়িত্বে রয়েছেন। অতীতে সরকারি সংস্থা আরইসি লিমিটেডের চেয়ারম্যান ও এমডি ছিলেন।

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

২০২২ সালে ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারির পদে আসেন বিবেক যোশী। এই দপ্তর ব্যাংক, অন্য আর্থিক সংস্থা, ইন্সুরেন্স কোম্পানি এবং এনপিএসের দেখভাল করে থাকে। ১৯৮৯-এর ব্যাচের হরিয়ানা ক্যাডারের এই আইএএস এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার পদে কাজ করেছেন।

গত বছর কেন্দ্রীয় বাজেট পেশের কয়েকদিন আগেই ভি অনন্ত নাগেশ্বরণকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা পদে নিযুক্ত করেছিল মোদি সরকার। তিনি আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন