কেন্দ্রের জন ঔষধি কেন্দ্রে ৫০-৯০ শতাংশ কম দামে পাওয়া যায় ঔষুধ , বললেন মোদি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- এই দিন জন ঔষধি নিয়ে নয়াদিল্লিতে একটি সেমিনারে বক্তিতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান কেন্দ্রের জন ঔষধি কেন্দ্র গুলিতে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে পাওয়া যায় বিভিন্ন জীবন দায়ী ঔষধ।

প্রধানমন্ত্রী জানান এই জন ঔষধি যোজনার মাধ্যমে উপকার পাবেন দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবার। এই জন ঔষধি কেন্দ্র গুলির জন্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হবে ফল গ্রাহকরা কম দামে ঔষধ কিনতে পারবেন।

প্রধানমন্ত্রী মোদী আরো বলেন যে , যেই ক্যান্সারের ঔষধ বাজারের দোকানে ৬৫০০ টাকা ঠিক সেই ঔষধ কেন্দ্রের জন ঔষধি কেন্দ্রে মাত্র ৮৫০ টাকায় পাওয়া যায়। এছাড়া তিনি জন ঔষধি কেন্দ্রের কর্মচারীদের প্রসংশা ও করেন।

[ আরো পড়ুন :- করোনা থেকে বাঁচতে টুইটারে টিকটক ভিডিও জারি করলো ইউনিসেফ ]

বর্তমানে করোনা ভাইরাস নিয়ে সারা দেশই চিন্তিত। এরই মাঝে ভারতে ৩১ জনের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রণালয়ের তরফ থেকে রাজ্য সরকার গুলোকে সতর্ক থাকতে আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া কোথাও কোনো জমায়েত করতে মান করা হয়েছে। এরই ফলে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আর এরই মাঝে প্রধানমন্ত্রী স্বাস্থ মন্ত্রী হর্ষবর্ধনের সাথে কথা বলবেন বলে জানা গিয়েছে।

ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন , কোনো এলাকায় একসাথে প্রচুর মানুষ একসাথে জমায়েত না হলে এই ভাইরাস ফেলার ভয় কম থাকবে। এছাড়া হায়দ্রাবাদের একদল গবেষকের দাবি কিছুদিনের মধ্যেই এই ভাইরাস তার ক্ষমতা হারাবে।

[ আরো পড়ুন :- বিরিয়ানি বন্ধ হতেই দিল্লির শাহিনবাগ খালি ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন