Bangla News Dunia , Rajib : বাংলাদেশে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে নিজেদের অবস্থান জানাল ইসকন। বৃহস্পতিবার সকালে এই সন্ন্যাসীকে বহিষ্কৃত হিসেবে উল্লেখ করে সংগঠনের বাংলাদেশ শাখা। খানিক বদল এনে রাতে ফের জারি করা হয় বিবৃতি। যেখানে লেখা হয়, স্বাধীন ও শান্তিপূর্ণভাবে হিন্দুদের অধিকার রক্ষা এবং ধর্মীয় স্থানগুলির নিরাপত্তা নিয়ে চিন্ময়কৃষ্ণ দাসের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। গ্রেপ্তার হওয়ার পর তাঁকে নিজেদের জনপ্রিয় নেতা বলে উল্লেখ করেও কেন তাঁর কর্মকাণ্ডের দায় নিতে রাজি নয় এই সংগঠন?
চিন্ময়কৃষ্ণকে কেন পদ থেকে সরায় ইসকন?
এই সময় অনলাইনকে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন, ‘চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। তা খতিয়ে দেখছে সংগঠনের শৃঙ্খলারক্ষা কমিটি। সে কারণেই কয়েকমাস আগে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কোনও পদে ফেরানো হবে না।’
কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের সংযোজন, ‘চিন্ময়কৃষ্ণ দাস একজন সন্ন্যাসী। হিন্দুদের উপর অত্যাচার দেখে তিনি সরব হয়েছেন। তেমনটা করার অধিকার রয়েছে যে কোনও ব্যক্তির। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে, তাঁদের উপর হওয়া অত্যাচার নিয়ে আমরাও চিন্তিত। ফলে উনি যে কারণে প্রতিবাদ জানিয়েছেন, সেটিতে আমাদের সমর্থন রয়েছে।’ ইসকনের অবস্থান স্পষ্ট করে রাধারমন দাস আরও বলেন, ‘তবে ইসকন একটি ধর্মীয় সংগঠন। বারবার বলা হচ্ছে এই সংগঠন রাজনৈতিক মিছিল সংগঠিত করেছি। তাই ইসকনকে নিষিদ্ধ ঘোষণার কথা বলা হচ্ছে। এমন কিছুই করা হয়নি। ইসকন কোনও মিছিলের আয়োজন করেনি।’
কী বলেছিল বাংলাদেশ শাখা?
তবে চিন্ময়কৃষ্ণ দাসের কোনও কর্মকাণ্ডের দায় নেবে না বলে স্পষ্ট করে দিয়েছে ইসকনের বাংলাদেশ শাখা। বৃহস্পতিবার প্রথমে চিন্ময়কৃষ্ণকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন ইসকনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, ‘মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তাঁর কোনও রকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়।’ তাঁর এই বক্তব্য ঘিরে একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। এর পরই রাত ১১টার পর এক্স হ্যান্ডলে একটি বিবৃতি দিয়ে নিজেদের অবস্থানের কথা জানায় ইসকন। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশের ইসকনের প্রতিনিধি নন।
গ্রেপ্তারের পর চিন্ময়কৃষ্ণকে নিয়ে কী বলেছিল ইসকন?
অথচ এই চিন্ময়কৃষ্ণ দাসকেই নিজেদের জনপ্রিয় নেতা বলে উল্লেখ করেছিল Iskcon.Inc। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে গত সোমবার গ্রেপ্তার করা হয় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তথা পুণ্ডরীক্ষ ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে। তার পরই এক্স হ্যান্ডল পোস্টে লেখা হয়, ‘শ্রী চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশ ইসকনের একজন গুরুত্বপূর্ণ মুখ। ঢাকা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পৃথিবীর কোথাও সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনও যোগসূত্র নেই। ভারত সরকারের কাছে আমাদের আর্জি, অবিলম্বে এই ইস্যুতে হস্তক্ষেপ করুন। বাংলাদেশকে বলা হোক, ইসকন একটি শান্তিপ্রিয় সংগঠন।’
জুন মাসের বিবৃতিতে কী উল্লেখ?
প্রসঙ্গত, চলতি বছরের ২ জুন একটি বিবৃতি দিয়ে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধারাবাহিকভাবে ইসকনের আদর্শ পরিপন্থী এবং অসহযোগিতামূলক আচরণের কারণে চিন্ময়কৃষ্ণ দাস (চন্দন ধর)-এর বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখে, তাঁকে পুণ্ডরীক ধামের অধ্যক্ষ পদ এবং বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ থেকে তিন মাসের জন্য সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। এই তিন মাসে তিনি কোনওরকম প্রচারকাজ এবং কীর্তনের নেতৃত্ব দিতে পারবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘিত হলে ইসকন বাংলাদেশ কার্যনির্বাহী কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে পারবে।
আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার
আরো পড়ুন:–এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন
আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
কলকাতা পুলিশের সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি: আবেদনের যোগ্যতা জানুন👇🏻https://t.co/z6HAmVXF39
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
রাজ্য সরকারের নতুন কর্মী নিয়োগ: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাশে আবেদন, জানুন বিস্তারিত👇🏻https://t.co/1BJgVjOhpA
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
নতুন PAN কার্ড আসছে! কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন, কী হবে পুরনোটার ভবিষ্যৎ?👇🏻https://t.co/Xp0qkgNPF7
— Daily Khabor Bangla (@daily_khabor) November 28, 2024
আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম
আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’
আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর