কেন ২৬ জানুয়ারিতে পালিত হয় প্রজাতন্ত্র দিবস ? এই দিনের বিশেষত্ব জানেন না ৯৯% মানুষ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

indian flag

Bangla News Dunia, Pallab : মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই রয়েছে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। প্রতি বছর এই ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ২৬-শে জানুয়ারি আমাদের ভারতে প্রথমবার গণতন্ত্রের জন্ম হয়েছিল। এদিন আমাদের সংবিধানও প্রণয়ন করা হয়েছিল। যে সংবিধানের মাধ্যমে দেশের আদালত সিদ্ধান্ত নেয়। আজ থেকে ৭৫ বছর আগে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হতো। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। গণতন্ত্রের উৎসব এবং সংবিধানের উদযাপন। প্রতি বছরের মতো এবারও ২৬ জানুয়ারির প্রস্তুতি চলছে পুরোদমে।

এই হাড় কাঁপানো ঠান্ডায় ফুল ড্রেস রিহার্সালে ব্যস্ত ভারতীয় জওয়ানরা। সব তো হল, কিন্তু আপনি কি জানেন কেন ২৬ জানুয়ারি দিনটিকেই কেন প্রজাতন্ত্র দিবসের জন্য বেছে নেওয়া হয়েছিল? আপনার মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ দেবেন না। এই আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার জবাব পেয়ে যাবেন।

আরও পড়ুন:– কপিল শর্মা, রাজপাল যাদব-সহ ৪ তারকাকে প্রাণে মারার হুমকি, পাকিস্তান থেকে ই-মেল

সংবিধানের সূচনা

ভারতে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, কিন্তু কারণটি সংবিধানের বাইরেও আরও অন্য কিছু রয়েছে। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পরও আমাদের দেশে কোনো আনুষ্ঠানিক সংবিধান ছিল না। তাই ১৯৪৭ সালের ২৯ আগস্ট সংবিধানের খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃত্বে ছিলেন ডঃ বি আর আম্বেদকর।

এই কমিটিতে আম্বেদকর ছাড়াও ছিলেন কে এম মুন্সী, মুহাম্মদ সাদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, গোপাল স্বামী আয়েঙ্গার, এন মাধব রাও এবং টিটি রামচন্দ্রন,  কৃষ্ণমাচারির। তাঁদের মতো বড় কিংবদন্তি সেই সময়ে খুব কমই ছিলেন।

২৬ জানুয়ারি সংবিধান প্রণয়ন

এরপর আসে ১৯৪৭ সালের ৪ নভেম্বর, এক স্মরণীয় দিন, যেদিন খসড়া সংবিধান, যে দলিল ভারতের ভবিষ্যৎকে রূপদান করেছিল, প্রস্তুত করে সংবিধান পরিষদে পেশ করা হয়েছিল। পরবর্তী দুই বছর ধরে গণপরিষদ একাধিক বৈঠক করে, খসড়াটি নিয়ে বিতর্ক করে, অনেক পরিবর্তন করে এবং অবশেষে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি এটি গৃহীত হয়। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। ৩০৮ জন সদস্য সংবিধানের দুটি কপিতে স্বাক্ষর করেন। একটি হিন্দিতে, অন্যটি ইংরেজিতে। এই পদক্ষেপ ভারতকে একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আইন (১৯৩৫) এর পরিবর্তে ভারতের নিজস্ব সংবিধান ছিল দেশের প্রধান আইনি দলিল। তবে সংবিধান প্রণয়নের আগে গণপরিষদ আরও দু’দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী দু’দিনে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি, ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং এর সাথে সাথে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে সম্পূর্ণ স্বাধীন হয়ে ওঠে। তাই আমরা প্রতি বছর ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি এবং আমাদের সংবিধানের গৌরব উদযাপন করি।

২৬ জানুয়ারিকে বেছে নেওয়ার কারণ কী ছিল?

গণপরিষদের লক্ষ্য ছিল জাতীয় গর্বের সমার্থক একটি দিনে দলিলটি প্রতিষ্ঠা করা, এই উদ্দেশ্যে ২৬ জানুয়ারিকে বেছে নেওয়া হয়। এই তারিখের তাৎপর্য ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) থেকে আসে। কংগ্রেস তার লাহোর অধিবেশনে ১৯৩০ সালের ২৬ জানুয়ারিকে ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বরাজ (সম্পূর্ণ স্বাধীনতা) দিবস হিসাবে মনোনীত করেছিল এবং সমস্ত ভারতীয়কে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করার আহ্বান জানিয়েছিল।

আইএনসির সিদ্ধান্তটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবের অধীনে ভারতকে একটি স্বাধীন দেশ হিসাবে একটি সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ব্রিটিশদের প্রস্তাবের প্রতিক্রিয়া ছিল। এই অধিবেশনে প্রথমবার তেরঙ্গা উত্তোলন করা হয়েছিল। এর ২০ বছর পর, ২৬শে জানুয়ারি, দেশের সংবিধান প্রস্তুত হয়ে গিয়েছিল এবং তখন থেকে দেশ এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছে।

আরও পড়ুন:– লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ এই দুই IT কোম্পানির, কেন এক লাফে এতটা বাড়ল শেয়ার দর ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন