কেরল ম্যাচের ছন্দ আজও চান স্টিভন

By Bangla News Dunia Sudipto

Published on:

Bangla News Dunia , Abir :- যুবভারতীতে শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় সমর্থকদের মুখে ফিরিয়েছে। কিন্তু সেই ফল নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখাতে মোটেও রাজি নন স্টিভন কনস্ট্যান্টাইন। আজ, বুধবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামার আগে অনেক বেশি সতর্ক কথাবার্তা শোনা গেল লাল- হলুদ শিবিরের কোচের মুখে।

আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি

১৭ ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার শেষে রয়েছে নর্থ ইস্ট। কিন্তু এমন এক দলের বিরুদ্ধে খেলতে নামার আগে স্টিভনের চিন্তা বাড়াচ্ছে দুটি বিষয়। প্রথমত নতুন ভাবে আর কিছু হারানোর নেই বলেই মরিয়া লড়াই করতে পারে নর্থ ইস্ট, যা বিপদের কারণ হতে পারে। দ্বিতীয়ত, তাঁর দলের ফুটবলারদের অনেক বেশি মাথা ঠান্ডা রেখে জয় নিশ্চিত করা খুব বড় পরীক্ষা হতে চলেছে।

আরো পড়ুন :- লক্ষ্য ২০২৪, বিশেষ ঘোষণা নীতীশের ! কটাক্ষ বিজেপির

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে স্টিভন বলেছেন, “নর্থ ইস্ট দল হিসেবে কেমন, সেটা নিয়ে কৌতূহল নেই আমার। দেখতে হবে, ওরা কেমন খেলছে। নতুন ফুটবলার আসার পরে ওদের উন্নতি হয়েছে। তাই আমি মনঃসংযোগ করছি নিজের দলের উপরেই। গত ম্যাচের মতো ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিন পয়েন্ট পাওয়া সম্ভব।”

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

বরং এক ধাপ এগিয়ে স্টিভনের বিশ্লেষণ, “কোচ বদলে যাওয়ার পরে খেলার ধরনও পাল্টেছে নর্থ ইস্ট। খুব পরিশ্রমী এবং লড়াকু দল। এখন যদি কেউ মনে করেন কেরল ব্লাস্টার্সকে হারিয়ে আমার দল বিরাট কোনও সাফল্য ছিনিয়ে এনেছে, তা হলে সেটা অত্যন্ত ভুল ধারণা। আমাদের আরও

ভাল খেলতে হবে।” যোগ করেন, “টানা চার ম্যাচ হারের পরেও যেমন অবসাদে আচ্ছন্ন হয়ে যাইনি, তেমনই শেষ একটা ম্যাচ জিতে উল্লসিত হওয়ারও কোনও কারণ দেখছি না।”

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

বুধবারের ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ভিপি সুহের এবং মোবাশির রহমানকে। তবে তা নিয়ে উদ্বিগ্ন নন স্টিভন। তিনি বলেছেন, “এটা ফুটবলের অঙ্গ। সেই কারণেই একটা দলে ২৪জন ফুটবলার থাকে। ওদের না থাকা হতাশাজনক, তবে পরিবর্ত হিসেবে যারা খেলবে, তাদের জয় নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে।”

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

চলত এ মাসেই রয়েছে আইএসএলের ফিরতি ডার্বি। তবে তা নিয়ে বাড়তি শব্দ খরচ করতে নারাজ স্টিভন। তিনি বলেছেন, “যদি এমন হত যে, ডার্বি জিতলে দশ পয়েন্ট পাব, তা হলে হয়তো চিন্তা করতাম। কিন্তু সেই পরিস্থিতি তো নেই। বরং বড় ম্যাচের আগে জয় ধারাবাহিক করতে পারলে দলের আত্মবিশ্বাস বাড়বে। সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

এ দিকে, বৃহস্পতিবার এটিকে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তার প্রস্তুতি নিতে দল নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ জুয়ান ফেরান্দো। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হার পাল্টে দিয়েছে সবুজ-মেরুন শিবিরের আবহ। বিশেষ করে, দুই প্রাক্তনী রয় কৃষ্ণ এবং হার্নান্দেসের গোলের বিষয় অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ফেরান্দোর। তালিকায় দশে থাকা জামশেদপুরকে (১৭ ম্যাচে ১২) হারিয়ে তাই আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে মরিয়া দিমিত্রিদের স্পেনীয় কোচ।

আরো পড়ুন :- লক্ষ্য ২০২৪, বিশেষ ঘোষণা নীতীশের ! কটাক্ষ বিজেপির

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Sudipto

মন্তব্য করুন