Bangla News Dunia, Pallab : সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। ট্রাইয়ের (Telecom Regulatory Authority of India) এই উদ্যোগে চাপে পড়তে পারে Airtel, Vodafone, BSNL, Jio-র মতো টেলিকম কোম্পানিগুলি। সাধারণ মানুষ যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হয়, সেজন্যই কড়া পদক্ষেপ নিয়েছে TRAI।
কড়া পদক্ষেপ TRAI-র
বিগত কয়েক বছরে ভারতীয় মানচিত্রে টেলিকম অপারেটর কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ব্যাপকভাবে বেড়েছে। জিও আসার পর প্রতিযোগিতার পরিমাণ ক্রমেই বৃদ্ধি পেয়েছে। 2G জমানার পর ক্রমে এসেছে 3G, 4G হয়ে এখন 5G। গ্রাহকদের আকৃষ্ট করার জন্য কোম্পানিগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হয়। প্রায় সব সংস্থাই দাবি করা চলেছে যে তারাই সেরা! কিন্তু সত্যিকারের সেরা কোম্পানি কোনটা, কিংবা কোন বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে সত্যিকারের তথ্য?
আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
কোন সিম কার্ড বা নেটওয়ার্ক ব্যবহার করা উচিৎ হবে সে ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকে। সব জায়গায় সব কোম্পানির SIM সমানভাবে কাজ নাও করতে পারে। এই সমস্যা দূর করার জন্যই নেওয়া হয়েছে বড় ব্যবস্থা।
চাপ বাড়বে Jio, BSNL, Airtel, Vi -এর?
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, Jio, BSNL, Airtel, Vi টেলিকম সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে নেটওয়ার্ক মানচিত্র প্রকাশ করতে হবে। TRAI নির্দেশ দিয়েছে যে 2G, 3G, 4G, 5G সহ কোন পরিষেবাগুলি কোন এলাকায় পাওয়া যায় এবং কোথায় কভারেজ রয়েছে তার একটি মানচিত্র স্পষ্টভাবে প্রকাশ করতে হবে।
প্রতিটি টেলিকম কোম্পানিকে কোন অঞ্চল ও এলাকায় নেটওয়ার্ক আছে সে সম্পর্কে তথ্য দিতে হবে। এর মাধ্যমে ব্যবহারকারী তার এলাকায় কোন টেলিকম কোম্পানির সেবা পাওয়া যায় বা তিনি কোন এলাকায় অবস্থান করেন, কোন নেটওয়ার্কের গতি পাওয়া যায় সে সম্পর্কে স্পষ্ট তথ্য পাবেন। একটি নতুন সিম পোর্টিং বা ক্রয় করার সময়, ব্যবহারকারীর কাছে স্পষ্ট তথ্য থাকবে কোন নেটওয়ার্ক তার চাহিদা পূরণ করবে।