কোনও অনুশোচনা নেই, চুম্বন বিতর্কে আর কী বললেন উদিত নারায়ণ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লাইভ কনসার্টে গায়ক উদিত নারায়ণের এক মহিলা ভক্তকে চুম্বনের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনার পর থেকেই নানা সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। মঞ্চে তখন উদিত নারায়ণ ‘টিপ টিপ বরসা পানি’-তে পারফর্ম করছেন। হঠাৎ এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলতে মঞ্চের কাছে এলেন। ছবি তোলার পরে, গায়ক তাঁর গালে, ঠোঁটে করলেন চুম্বন। যা নিয়ে প্রশ্ন উঠতেই পাল্টা যুক্তি দিলেন উদিত।

‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া একটি সাক্ষাৎকারে এ বিষয়ে উদিত নারায়ণ বলেন, ‘আমি কি কখনও নিজেকে, আমার পরিবারকে বা আমার দেশকে বিব্রত করার মতো কিছু করেছি? তাহলে আমার জীবনের এই পর্যায়ে এসে আমি কেন এখন এমন কিছু করব, যখন আমি অনেক সম্মানই পেয়েছি? ভক্ত এবং আমার মধ্যে গভীর, বিশুদ্ধ এবং অটুট বন্ধন রয়েছে। ভাইরাল ভিডিয়োতে আপনারা যা দেখেছেন, তাতে আমার এবং ভক্তদের মধ্যে ভালোবাসা ফুটে উঠেছে। তাঁরা আমাকে ভালোবাসেন। আমিও তাঁদের খুব ভালোবাসি।’

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

উদিতের কথায়, এই পরিস্থিতি নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই। বললেন ‘কেনই বা হতে যাবে অনুশোচনা? আপনারা কি আমার কণ্ঠে কোনও আক্ষেপ শুনতে পাচ্ছেন? আমি আপনাদের সঙ্গে কথা বলার সময়ও হাসছি। আসলে আমার মন পরিষ্কার। কেউ যদি আমার এই ভালোবাসায় নোংরা কিছু দেখতে চান, তবে আমি তাঁদের জন্য দুঃখিত। আমিও তাঁদের বেশি করে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তাঁরা আমাকে এগুলো করে আরও বেশি বিখ্যাত করছেন।’

এত কিছু নিয়ে যখন তুঙ্গে আলোচনা, তখন উদিত বললেন তিনি নাকি ভারতরত্ন পেতে চান। গায়কের কথায়, ‘আমি অনেক ফিল্মফেয়ার, জাতীয় পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পেয়েছি। এ বার আমি লতাজির মতো ভারতরত্ন পেতে চাই। তিনি আমার আইডল। আপনারা কি জানেন আমার প্রজন্মের গায়কদের মধ্যে আমি লতাজির সবচেয়ে প্রিয় গায়ক ছিলাম? তাঁর সঙ্গে সবচেয়ে বেশি গান গেয়েছি। আমার কাছে যখন মা সরস্বতীর আশীর্বাদ আছে, তখন যাঁরা অন্যদের সফল হতে দেখতে পারে না, তাঁদের নিয়ে আমি কেন এত ভাবব?’

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন