Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ঝুঁকিবিহীন যে সমস্ত বিনিয়োগ প্রকল্প রয়েছে বাজারে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ফিক্সড ডিপোজ়িট বা এফডি। এই স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখতে হয় কোনও আর্থিক প্রতিষ্ঠানে। নির্দিষ্ট সময়ের জন্য তা রাখলে সুদ-সহ টাকা ফেরত পাওয়া যায়। অর্থ সঞ্চয়ের জন্য সিনিয়র সিটিজ়েনদের কাছে এই স্কিম খুবই জনপ্রিয়। বাজারে টাকা খাটানোর ঝুঁকি যাঁরা নিতে চান না, তাঁদের জন্যও বেস্ট অপশন ফিক্সড ডিপোজ়িট। এখন প্রশ্ন হচ্ছে, কোনও ব্যক্তি এক সঙ্গে ক’টি ফিক্সড ডিপোজ়িট করতে পারেন?
ফিক্সড ডিপোজ়িট করার কোনও ঊর্ধ্বসীমা নেই। এ সংক্রান্ত কোনও নির্দেশিকা আরবিআই দেয়নি। তাই কেউ চাইলে যত খুশি ফিক্সড ডিপোজ়িট করতে পারেন। এতে কোনও বাধা নেই। কোনও ব্যক্তি একই ব্যাঙ্কে একাধিক এফডি করতে পারেন। আবার ভিন্ন ভিন্ন ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজ়িটের মাধ্যমে টাকা জমাতে পারেন।
আরও পড়ুন:– জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন? দেখে নিন
একাধিক ফিক্সড ডিপোজ়িটের সুবিধা কী?
একের বেশি ফিক্সড ডিপোজ়িট করলে নিশ্চিত ভাবে বেশি অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন আপনি। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হারের তারতম্য থাকে। তাই অতিরিক্ত রিটার্ন মিলতে পারে। একাধিক এফডি করলে অবশ্যই তা ভিন্ন ভিন্ন সময়কালের জন্য করুন। এতে কোনও এফডি আগে ম্যাচিওর হবে, তো কোনওটা পরে। এর জেরে আপনার হাতে লিক্যুইড মানির অভাব হবে না। কারণ এফডি-র ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের আগে আপনি সেই টাকা তুলতে পারবেন না। কারণ সময়ের আগে ফিক্সড ডিপোজ়িট থেকে টাকা তুলে নিলে প্রস্তাবিত সুদ আপনি পাবেন না। সে ক্ষেত্রে টাকা রাখাটাই বিফলে যেতে পারে। একাধিক এফডি ভিন্ন সময়ে ম্যাচিওর হয়, সে ক্ষেত্রে একটি টাকা যখন আটকে থাকবে, অন্য টাকা তখন আপনার হাতে চলে আসবে। হঠাৎ করে কোনও সমস্যা হাজির হলে এই পরিস্থিতি আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে।
একাধিক এফডি করলে কী মাথায় রাখবেন?
একাধিক এফডি করার পরিকল্পনা থাকলে ভিন্ন স্কিম বেছে নিন। অর্থাৎ সব এফডি একই সময়কালের জন্য করবেন না। উদাহরণ হিসাবে বলা যায়, আপনি তিনটি এফডি করবেন। এর মধ্যে কোনও একটি করুন বড় সময়ের জন্য অর্থাৎ ৩ বা ৫ বছরের জন্য। অপরগুলি করুন কম সময়ে বেশি সুদ মিলবে এমন স্কিমে।
একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে ভিন্ন ভিন্ন ব্যাঙ্কে এফডি খুলতে পারেন। এ ক্ষেত্রে দেখে নেবেন, কোনও ব্যাঙ্কে সুদ বেশি মিলছে। এফডি-তে আপনি যে সুদ পাবেন, তার উপর আয়কর দিতে হয়। তাই ফিক্সড ডিপোজ়িট করার ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখতে হবে।
আরও পড়ুন:– দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করা যায়
আরও পড়ুন:– উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের – NANHE FARISTEY
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025