কোন থানার পুলিশ দেহ তুলবে, তা ঠিক করতেই কেটে গেল ঘণ্টার পর ঘণ্টা! রাস্তায় পড়ে রইল দেহ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

accident

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কোন থানার এলাকা, দুর্ঘটনায় গুরুতর জখমের দেহ তুলবে কে? শুধু এই প্রশ্নের উত্তর খুঁজতেই চার ঘণ্টা রাস্তাতেই পড়ে রইলেন আহত যুবক। অভিযোগ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ পুলিশের ‘তু তু ম্যয় ম্যয়’-এর মাঝে পড়ে প্রাণ গেল ২৭ বছরের তরুণ রাহুল আহিরওয়ারের।

সম্প্রতি বিয়ে করেছেন রাহুল। দিল্লিতে শ্রমিকের কাজ করেন তিনি। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ই একটি গাড়ি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। এর পরই ছুটে আসেন এলাকার লোকজন। খবর দেওয়া হয় মধ্যপ্রদেশের হরপালপুর থানায়।

পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেও আসে। কিন্তু এরপরই গোল বাধে। পুলিশ জানায়, যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে, তা উত্তরপ্রদেশের মাহবা জেলার মাহবকন্ঠ থানা এলাকার মধ্যে পড়ে। ঘটনাস্থল ছাড়ে হরপালপুর পুলিশ।

আরও পড়ুন:– জলে ন্যাপথালিন! আশঙ্কা বাড়তে পারে বন্ধ্যত্ব, অ্যাজ়মা–ক্যান্সারও, জানুন বিস্তারিত

এর পর এলাকার লোকজন উত্তরপ্রদেশ পুলিশের দ্বারস্থ হন। মধ্যপ্রদেশ পুলিশ ঘটনাস্থল ঘুরে যা জানিয়ে গিয়েছিল তা জানানো হয় উত্তরপ্রদেশ পুলিশকে। সব শুনে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে, ঘটনাস্থল মধ্যপ্রদেশ পুলিশের আওতাতেই পড়ে। ফলে জখম যুবককে উদ্ধারের কাজ মধ্যপ্রদেশ পুলিশেরই।

দুই থানার পুলিশের ই টানাপোড়েনের মাঝে ক্ষোভে ফেটে পড়েন নিহতের পরিবার ও স্থানীয় লোকজন। রাস্তা অবরোধ করেন তাঁরা। এরই মধ্যে প্রায় ৪ ঘণ্টা কেটে যায় এবং ততক্ষণে তিনি মারাও যান। অবশেষে মধ্যপ্রদেশ পুলিশই দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের তুতো দাদা রামদীন জানান, ‘আমার ভাই দুর্ঘটনায় মারা যায়। ঘটনাস্থল মধ্যপ্রদেশের মধ্যেই পড়ে। অথচ কেউ দায়িত্ব নিতে চাইল না বলেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে থেকে মারা গেল।’

আরও পড়ুন:– নতুন বছরে পোস্ট অফিস চালু করল নতুন নিয়ম। এই কাজ না করলে লেনদেন বন্ধ। বিপদে পড়ার আগে জেনে নিন

আরও পড়ুন:– অবিবাহিত যুগলদের জন্য বন্ধ হলো OYO রুম, নতুন নিয়ম জানেন তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন