Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জীবনে চলার পথে বিভিন্ন কারণে টাকার দরকার হয়। প্রয়োজনে ধারও নিয়েও কাজ চালাতে হয়। বাড়ি, গাড়ি কেনার জন্য তো হোম লোন, কার লোন রয়েছে। ক্রেডিট কার্ডে ইএমআই করে ঘরের জিনিসপত্র কেনা হয়ে যায়। ব্যক্তিগত কারণে টাকার দরকার হলে পার্সোনাল লোনই ভরসা। তা সে যতই সুদের হার তুলনায় বেশি হোক না কেন। বিভিন্ন ব্যাঙ্কেই এই লোন পরিষেবা অনেকে। ক্রেডিট স্কোর ভালো থাকলে ব্যাঙ্কের তরফে এই ধরনের লোনের অফার আসতে থাকে। আপনি যদি এই ধরনের লোন নেবে ভাবেন তাহলে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার যাচাই করে নিন।
পার্সোনাল লোনের সুদের হার বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যিনি ধার নিচ্ছেন তাঁর ক্রেডিট স্কোর, মাসিক বেতন এবং সেই সময়ের লায়াবিলিটিজ়ের উপর পার্সোনাল লোনে সুদের হারে কিছুটা ফারাক হতে পারে। বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট পলিসি বিভিন্ন রকমের। এর জেরেও ফারাক তৈরি হয়। পার্সোনাল লোন নেওয়ার সময় প্রসেসিং চার্জ নেয় অনেক ব্যাঙ্ক। এই প্রসেসিং ফি ফিক্সড হতে পারে। আবার এই ফি আপনি যে অঙ্কের টাকা ধার নিচ্ছেন তার ০.০৫ শতাংশ থেকে ২.৫ শতাংশ হতে পারে।
আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত
HDFC Bank: দেশের সবথেকে বড় বেসরকারি ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ১০.৮৫ শতাংশ থেকে ২৪ শতাংশ পর্যন্ত হতে পারে। এর প্রসেসিং ফি সাড়ে ৬ হাজার টাকা।
ICICI Bank: ১০.৮৫ শতাংশ থেকে ১৬.৬৫ শতাংশ সুদের হার পার্সোনাল লোনে। প্রসেসিং চার্জ লোন অ্যামাউন্টের ২ শতাংশ পর্যন্ত হতে পারে।
Kotak Mahindra Bank: এই ব্যাঙ্ক ১০.৯৯ থেকে ১৬.৯৯ শতাংশ পর্যন্ত সুদ নেয় পার্সোনাল লোনে। এই ব্যাঙ্কে প্রসেসিং চার্জ লোন অ্যামাউন্টের ৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
Axis Bank: এই বেসরকারি ব্যাঙ্কের পার্সোনাল লোনে সুদের হার ১০.৫৫ থেকে ২১.৮০ শতাংশ।
State Bank of India: দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার ১২.৬০ থেকে ১৪.৬০ শতাংশ। এই হার কর্পোরেটদের জন্য। অন্য পেশার জন্য আবার এই হারে ফারাক হয়। যেমন সরকারি কর্মীরা ১১.৬০ থেকে ১৪.১০ শতাংশ সুদের হারে পার্সোনাল লোন পান।
PNB: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পার্সোনাল লোন ১২.৫০ থেকে ১৪.৫০ শতাংশ সুদের হারে দেয়।