কোহলির সেঞ্চুরিতে বড় লিড ভারতের, ৩ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া

By Bangla News Dunia Rajib

Updated on:

biratt

Bangla News Dunia , Rajib : পারথ টেস্টে তৃতীয় দিনে অজ়িদের উপর ছড়ি ঘোরাল ভারতীয় দল। দেড় বছর পর সেঞ্চুরির দেখা মিলল বিরাট কোহলির ব্যাটে। শেষ দিকে নেমে ঝোড়ো ব্যাটিং করলেন নীতীশ রেড্ডিও। সেই সুবাদে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। শেষবেলায় জ্বলে উঠলেন ভারতীয় বোলাররাও। ৫৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে অস্ট্রেলিয়া।

প্রথম সেশনেই নিজের সেঞ্চুরি পূরণ করেন যশস্বী জয়সোয়াল। অবশেষে ২৯৭ বলে ১৬১ রান করে আউট হন এই তরুণ ব্যাটার। তাঁর এই ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ৩টি ছক্কা। এরপর দ্রুত উইকেট হারায় ভারত। তিন নম্বরে নেমে ৭১ বলে ২৫ রান করেন দেবদত্ত পাডিক্কাল। চারে ব্যাট করতে নেমে একদিক ধরে রাখেন বিরাট। তবে হতাশ করেন ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। ১ রান করে ড্রেসিংরুমে ফেরেন দু’জনেই। সাতে নেমে কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। ৯৪ বলে ২৯ করেন তিনি।

আরো পড়ুন:- ২১৩ কোটি জরিমানা, ৫ বছর ব্যান! ভারতে বড় ধাক্কা খেল Meta

তবে এসবের মাঝেও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খেলে যান বিরাট। তিনটি চার এবং একটি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে এখানেই থামেননি কোহলি। বহুদিন সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। সেই ফর্ম ফিরে পাওয়ার চেষ্টাতে ছিলেন স্বয়ং বিরাটও। অবশেষে হয় লক্ষপূরণ। মার্নাস লাবুশানের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪৩ বল খেলে আসে এই শতরান। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৮টি চার এবং ২টি ছক্কায়। টেস্ট কেরিয়ারে এটি ৩০তম শতরান তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০তম। এর পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন ভারত অধিনায়ক বুমরা। নীতীশ রেড্ডি অপরাজিত থাকেন ২৭ বলে ৩৮ রান করে।

৫৩৩ রানের বিশাল টার্গেট নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু একবারেই মাথা তোলার সুযোগ দেননি ভারতের বোলাররা। হতাশাজনক পারফরম্যান্স অজ়িদের। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট খুইয়ে বসে তারা। ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশানে এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স। মাত্র ১ রানে ২ টি উইকেট নিয়েছেন বুমরা। সিরাজের ঝুলিতে গিয়েছে আর একটি উইকেট। সবমিলিয়ে বেহাল অবস্থায় অজ়িরা। ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা।

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন