Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ের মরশুম। ফেসবুক খুললেই শুধু বিয়ের ছবি। সেলেব থেকে পাশের বাড়ির সুজাতা, বিয়ের পিঁড়িতে বসতে বাদ নেই কারও। হইহই করে বিয়েবাড়ির মজা উপভোগ করছেন আত্মীয়স্বজনরা। আর এরই মধ্যে অদ্ভুত এক বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাত্র-পাত্রীর নাম থেকে বাবা-মায়ের নাম কিংবা বিবাহবাসরের ঠিকানা, সবেতেই অদ্ভুত রঙ্গ-ব্যঙ্গ।
বিয়ে হচ্ছে ‘ক্যানসার কুমার’-এর সঙ্গে ‘বিড়ি কুমারী’র। সেই বিয়ের কার্ডের একেবারে উপরে লেখা, ‘খতরনাক বিবাহ, মাসুম বরাতি’। অর্থাৎ বিপজ্জনক বিয়েতে নিষ্পাপ বরযাত্রী। কনে ‘বিড়ি কুমারী’কে ‘দুর্ভাগ্যবতী’ ও ‘সিগারেট দেবী’ বলে উল্লেখ করা হয়েছে কার্ডে। অন্যদিকে বর ‘মৃতাত্মা ক্যানসার কুমার’ ওরফে ‘লাইলাজ বাবু’। অর্থাৎ এই বরের কোনও চিকিৎসা নেই।
আরো পড়ুন:– কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে অনন্য গবেষণা, বিশ্বকে তাক লাগিয়ে দিলেন বাঙালি বিজ্ঞানীরা
এদের মা, বাবার পরিচয়ও তেমনই। ‘বিড়ি কুমারী’কে ‘তাম্বাকু লালজি’ ও ‘সুলফিদেবীর’ ‘কুপুত্রী’ বলে পরিচয় করানো হয়েছে। বরও ‘কুপুত্র’। মায়ের নাম ‘ভাং দেবী’, বাবা ‘গুটখালাল’। ‘বিড়ি কুমারী’র বাড়ি ‘৪২০ যমলোক হাউজ়, দুঃখনগর’-এ। ‘ক্যানসার কুমার’ ‘লাশ প্রদেশ’-এর ‘গলত রাস্তা’ অর্থাৎ ভুল পথের বাসিন্দা। বিবাহ স্থান হিসাবে রাখা হয়েছে ‘শ্মশান ঘাট’।
এটি পড়ে কারও বুঝতে অসুবিধা হবে না, নেশা বিরোধী প্রচারই এমন অভিনব কার্ডের মূল উদ্দেশ্য। কার্ডের শেষেও রয়েছে তারই উল্লেখ—নেশামুক্তি অভিযানের উদ্দেশে এই কার্ড সকলের পড়া উচিত এবং অন্যকে পড়ানো উচিত। তামাক ও ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সকলকে সতর্ক করতেই এমন অভিনব চিন্তা।
বিভিন্ন গবেষণা বলছে, গুটখা, তামাকের কারণে ফুসফুস ক্যানসারের ঝুঁকি অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, টোবাকো বা তামাকের কারণে প্রতি বছর ১৩ লক্ষের বেশি মানুষ মারা যান। সে দিক থেকে বিয়ের মরশুমে এই ধরনের কার্ড শুধু ভাইরালই নয়, উদ্ভাবনী চিন্তায় প্রশংসাও কুড়িয়েছে।
আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন
আরো পড়ুন:– পৃথিবী গোলাকার নয়, প্রমাণ করতে গিয়ে ৩১ লক্ষ টাকা খোয়ালেন ইউটিউবার, কিভাবে ? জানুন