Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাত মিনিটের দেরি। ক্যাব চালকের সঙ্গে জঘন্য ব্যবহারের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। গাড়িতে বসে চিৎকার চেঁচামেচির পাশাপাশি ক্যাব চালককে উদ্দেশ্য করে থুতু ছেটানোরও অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। এক্স হ্যান্ডলে একটি ক্লিপিং ভাইরাল (বাংলা নিউস দুনিয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, এক মহিলা তারস্বরে চেঁচিয়ে চলেছেন। বোঝাই যাচ্ছে, অনলাইনে এই ক্যাব বুক করেছেন তিনি। চালক মিনিট ৫-৭ আসতে দেরি করেছেন। তাতেই ওই মহিলা রেগে আগুন। যাচ্ছে তাই করে বলে চলেছেন। যদিও চালক অত্যন্ত নিচু স্বরে নিজের বক্তব্য রাখছেন।
এই ঘটনা কবে ঘটেছে, কোথাকার, সবই এখনও অজানা। তবে ক্লিপিংয়ে শোনা যাচ্ছে, ওই মহিলা বলছেন, ‘২ টাকার ড্রাইভারের অওকাত আপনার। আমি অভিযোগ জানাব।’ চালকও পাল্টা বলেন, ‘অভিযোগ করে দিন।’ তা শুনে আরও চিৎকার করতে থাকেন মহিলা। বলতে থাকেন, ‘আমার যে দেরি হলো, তার কী হবে? পুরো পয়সা তো নিয়েছেন।’
ধীরে ধীরে ওই মহিলা তুই তোকারিতে চলে যান। চালকে বলেন, ‘তোর কথা যে শুনব, তুই কে? আমি কোনও ড্রাইভারের কথা শুনি না। তোর কোম্পানির হেড যে তার সঙ্গে কথা বলা। তুই আমাকে শেখাতে আসিস না। আমাকে অফিস যেতে হবে।’ এর পর থুতু ছেটাতেও শোনা যায় ওই মহিলাকে। সঙ্গে গালাগালি।
যদিও চালক কিংবা ওই মহিলা, কারও মুখই দেখা যায়নি। শুধু কথোপকথনই শোনা গিয়েছে। তবে এই ক্লিপিং দেখে সকলেই এক বাক্যে নিন্দা করেছেন মহিলার। কারও পরামর্শ, মহিলার আইডেনটিটি সামনে এনে দেশের সমস্ত ক্যাব সংস্থা তাঁকে বয়কট করুক। কারও আবার বক্তব্য, শুধু ক্যাব সংস্থাই নয়, যেখানে তিনি চাকরি করেন, সেই সংস্থাও যেন ওই মহিলাকে চাকরি থেকে বের করে দেয়।
আরও পড়ুন:– সইফের ওপর রাগ না অভিমান ? হাসপাতালে দেখা গেল না কেন প্রাক্তন স্ত্রী অমৃতাকে ?
আরও পড়ুন:– সরকারি চাকরি বাগিয়েছিল পাকিস্তানি যুবতী, ১০ বছর পর কিভাবে ধরা পড়ল ? জানুন