Bangla News Dunia, Pallab : বর্তমান সময় দাঁড়িয়ে কমবেশি প্রতিদিনই কাজের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টার প্রয়োজন পড়ছেই। ডিজিটাল মাধ্যমের জেরে অনেকটা সুবিধা হয়েছে ঠিকই তবে এখনও অনেক প্রবীণ মানুষেরা ব্যাঙ্কে গিয়ে কাজকর্ম মেটাতে পছন্দ করেন। কিন্তু মুশকিল হল বছরের শেষের কটা দিন একেরপর এক ছুটি, তাই কোনো কাজ থাকলে আগে থেকেই ব্যাঙ্ক বন্ধের (Bank Holiday) দিনগুলো দেখে রাখাটা প্রয়োজন।
বছরের শেষ সপ্তাহে চার দিন বন্ধ ব্যাঙ্ক!
আজ ২৫শে ডিসেম্বর উপলক্ষে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্ক। তবে এবার জানা যাচ্ছে ডিসেম্বর মাসেই আরও ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগামীকাল অর্থাৎ ২৬ তারিখ মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় রাজ্যে ব্যাঙ্ক হলিডে পালিত হবে। এখানেই শেষ নয়, বড়দিন উপলক্ষে ২৪ শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ রয়েছে নাগাল্যান্ডে।
আরো পড়ুন:– আনন্দধারা প্রকল্পে সুখবর দিলো পশ্চিমবঙ্গ সরকার। জানুন বিস্তারিত
ডিসেম্বরের ব্যাঙ্ক ছুটির তালিকা
ডিসেম্বর মাসের শেষ চারদিন কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেগুলি হলঃ
২৮শে ডিসেম্বর – মাসের চতুর্থ শনিবার হিসাবে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২৯শে ডিসেম্বর – রবিবার হওয়ার কারণে সাপ্তাহিক ব্যাঙ্ক বন্ধ।
৩০শে ডিসেম্বর – মেঘালয় রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১শে ডিসেম্বর – সিকিম ও মিজোরামে ইংরেজি নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে।
প্রসঙ্গত, ব্যাঙ্ক বন্ধ থাকার অর্থ ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। তবে এটিএম পরিষেবা থেকে শুরু করে অনলাইন ব্যাঙ্কিং ও UPI এর মত সমস্ত অনলাইন পরিষেবা চালু থাকবে। তাই আগের তুলনায় বর্তমানকালে ব্যাঙ্ক বন্ধ থাকলেও কিছুটা কম অসুবিধা হয়। আর যদি এই চার দিনের মধ্যেই কোনো কাজ থেকে থাকে তাহলে সেটা হয় কয়েক দিনের জন্য পিছিয়ে নিতে হবে বা নতুন বছরে করতে হবে।
আরো পড়ুন:– ধোনির রাঁচির বাড়িতে বেআইনি কার্যকলাপ? বিস্তারিত জানতে পড়ুন …
আরো পড়ুন:– এও তাহলে সম্ভব হল, ইতিহাস লিখে সূর্যকে ছুঁল পার্কার