Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্কুলের মধ্যে ছাত্রীর সঙ্গে অসভ্য আচরণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ক্লাসরুমে ১২ বছরের এক ছাত্রীকে একা পেয়ে তাঁকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ওই স্কুলের শারীরশিক্ষার শিক্ষকের বিরুদ্ধে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ঘটা সেই ঘটনা সম্প্রতি সামনে আসে। তার পরই স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার ৩৮ বছরের শিক্ষককে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ।
পুলিশে দায়ের করা অভিযোগে নিগ্রাহিতা ছাত্রীর মা জানিয়েছেন, ’২৭ ডিসেম্বর তাঁর মেয়ে ক্লাসরুমে একা ছিল। সে সময় শারীরশিক্ষার টিচার সেখানে আসেন। এর পর তিনি এদিক ওদিন দেখতে থাকেন। আশপাশে কাউকে না দেখে ক্লাসরুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। তার পর নাবালিকাকে কাছে ডাকেন। জড়িয়ে ধরতে বলেন। এবং বিভিন্ন ভাবে হেনস্থা করেন।’ তার পর ঘটনার কথা কাউকে না বলার জন্য ছাত্রীকে শাসান অভিযুক্ত।
ওই ছাত্রী খুবই লাজুক প্রকৃতির। ঘটনার কথা প্রথমে কাউকে বলেনি সে। এ সপ্তাহে স্কুলেরই এক সহপাঠীকে জানায় ঘটনার কথা। ওই সহপাঠী ক্লাস টিচারকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। তার পর ক্লাস টিচার বিষয়টি সম্পর্কে স্কুলের হেড মাস্টার এবং ছাত্রীর অভিভাবককে অবহিত করেন। এর পরই অভিযোগ দায়ের করা হয় থানায়। ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। তার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই স্কুলে গত ৭ বছর ধরে চাকরি করছেন অভিযুক্ত। স্কুলের সিসিটিভি ফুটেডে ২৭ ডিসেম্বর তাঁর উপস্থিতির প্রমাণও মিলেছে।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025