ক্ষমতায় ফিরলে শিন্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের ফড়নবিশ? শাহের ইঙ্গিতে বাড়ল জল্পনা

By Bangla News Dunia Rajib

Published on:

wyrehwe

Bangla News Dunia , Rajib : হাতে আর মাত্র তিন দিন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে রবিবার সংকল্প পত্র প্রকাশ করলেন অমিত শাহ। একইসঙ্গে মহারাষ্ট্রে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মুখ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি BJP জোট ক্ষমতায় এলে একনাথ শিন্ডেকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসানো হবে না?

এ দিন অমিত শাহ বলেন, ‘এখন আমাদের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে ভোটের ফল প্রকাশের পর জোট নেতৃত্ব বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ এই মন্তব্য শিবসেনা নেতা একনাথ শিন্ডের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে।

মহারাষ্ট্রে বিরোধী জোট মহাবিকাশ আগাড়ির নেতারা চালকের কুর্সি নিয়ে খেয়োখেয়ি করছে বলে তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদী। বদলে তাঁর মুখে শোনা গিয়েছিল, ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ স্লোগান। এ দিকে, শাসক জোটের অন্দরেই মুখ্যমন্ত্রী মুখ নিয়ে টানাপোড়েন চলার ইঙ্গিত সেই স্লোগানের পরিপন্থী।

আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব

গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাঙ্গোলি জেলায় দু’টি সভা করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘আমি দেড় মাস ধরে এ রাজ্যে প্রচার করছি। মানুষের মনোভাব যা বুঝছি, তারা ক্ষমতাসীন মহায়ুতি সরকারই আবার ক্ষমতায় ফিরুক চাইছেন। দেবেন্দ্র ফড়নবিশ আবার পুনর্নিবাচিত হবেন, জনতার ইঙ্গিত তেমনটাই।’ তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে মারাঠা রাজনীতিতে। রাজনৈতিক কারবারিদের একাংশ মনে করছেন, এ বার মহায়ুতি জোট সরকার গঠন করলে একনাথ শিন্ডেকে সরিয়ে ফের দেবেন্দ্র ফড়নবিশকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হতে পারে। তবে সে ক্ষেত্রে চালিকাশক্তি অবশ্যই থাকতে হবে BJP-র হাতে।

মহায়ুতি জোটের অন্যতম শরিক NCP নেতা তথা উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার স্পষ্ট করে বলেছেন, ‘জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রজেক্ট করা চলবে না। অমিত শাহের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। জোট ধর্ম মানলে BJP দলগতভাবে কাউকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে দেখাতে পারে না।’ অজিত পাওয়ারের কথায় আবার কিছুটা ক্ষুব্ধ শিন্ডেসেনা। দলের নেতা রাহুল শোবালের বক্তব্য, ‘দুয়ারে ভোট। এখন মুখ্যমন্ত্রী মুখ নিয়ে আলোচনা করার সময় নয়। নেতাদের কাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে জোট প্রার্থীদের জয় যুক্ত করা।’

শাসক শিবিরের এই অন্তর্কলহকেই প্রচারে হাতিয়ার করেছে বিরোধীরা। মহা বিকাশ আগাড়ির অমিত শাহের মন্তব্য নিয়ে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়ছেন না।

#END

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন