Bangla News Dunia, দীনেশ : বিনামূল্যের রেউরি-র ভরসায় দিল্লির দুর্গ দখলে মরিয়া এবার বিজেপিও। ২১০০ টাকা মহিলা সম্মান যোজনা, পুরোহিত ও গ্রন্থীদের ভাতার মতো একাধিক খয়রাতির প্রকল্প সামনে রেখে আসন্ন ভোটযুদ্ধে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আপ। তাদের দেখাদেখি কংগ্রেসও প্যায়ারে দিদি, জীবন রক্ষা যোজনার মতো প্রকল্পের ডালি সাজিয়ে প্রচারের কৌশল তৈরি করেছে। ঝাড়ু ও হাত শিবিরকে দেখে অনুপ্রাণিত হয়ে এবার ভোটারদের মন পেতে বিজেপিও একই কৌশল নিতে শুরু করেছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের কৌশল জাতীয় রাজধানীতে ব্যবহার করতে তৎপরতা বাড়াচ্ছে বিজেপি। সূত্রের খবর, মহিলাদের ভোট পেতে বিজেপি মধ্যপ্রদেশের জনপ্রিয় ‘লাডলি বহেনা যোজনা’ মডেলকে কার্যকর করতে চলেছে।
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
শুধু তাই নয়, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল দেওয়ার কথাও ঘোষণা করা হতে পারে বিজেপির ইস্তাহারে। তবে সবথেকে তাত্পর্যপূর্ণ হল কেজরিওয়ালকে হারাতে বিজেপি এবার মহিলা মুখের ওপর সর্বাধিক গুরুত্ব রাখতে পারে। সেক্ষেত্রে এবার বিজেপির প্রার্থীতালিকায় অন্তত ৪১ শতাংশ মহিলা মুখ রাখা হতে পারে। দিল্লির ৭০টির মধ্যে ২৯টি আসনে প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। বিজেপির পরবর্তী প্রার্থীতালিকায় সবচেয়ে বড় নাম হওয়ার সম্ভাবনা দলের বিতর্কিত নেত্রী নূপুর শর্মার। দলীয় সূত্রে দাবি, দল তাঁকে কোনও গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করতে পারে। প্রাক্তন সাংসদ মীনাক্ষী লেখিকে কস্তুরবানগর আসন থেকে প্রার্থী করা হতে পারে। একইসঙ্গে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকেও প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025