Bangla News Dunia , Rajib : নভেম্বর মাস শেষ হতে মাত্র আর কয়েকদিন বাকি। এরপরেই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের আগমন ঘটবে। তবে আগত ডিসেম্বর মাস রাজ্যের সকল মানুষের কাছে বেশ চমকপ্রদ হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়েও বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ডিসেম্বর মাস থেকেই আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের টাকা পাবেন।
নবান্ন বৈঠকে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর!
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন থেকে রাজ্যের নানা সরকারী প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। আর সেই ঘোষণার মারফৎ জানা গিয়েছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও ৫ লাখ ৭ হাজার মহিলা অংশগ্রহণ করতে চলেছে। শুধু তাই নয়,প্রত্যেকেই প্রকল্পের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যেই পেতে চলেছে। ‘দুয়ারে সরকার’, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে অনেকেই নতুন করে এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁদের এবার সমস্ত তথ্য যাচাই করে এই ৫ লাখ ৭ হাজার ‘যোগ্য’-দের নতুন করে দেওয়া হবে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা।
কৃষকদের জন্য বাড়তি সহায়তা প্রদান রাজ্যের
তবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, এ দিন কৃষকদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘২০২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষকবন্ধু-র নতুন প্রকল্পে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার কৃষককে মোট ২ হাজার ৯৪৩ কোটি টাকা সহায়তা দেওয়া হবে। আর এই প্রকল্পে টাকা দেওয়া হবে শুক্রবার থেকেই।’ এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘এই বছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট ৫ হাজার ৮৫৯ কোটি টাকা দেওয়া পর ২০১৯ সাল থেকে সব মিলিয়ে মাত্র ২ বছর বাংলার কৃষক, বর্গাদার, ভাগচাষিদের ২১ হাজার ১৩৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে এই সাহায্য সম্পূর্ণরূপে রাজ্য সরকারের। এখানে কোনো কেন্দ্রীয় সরকারের হাত নেই।’
এছাড়াও নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকেই নতুন করে রাজ্যে ৪৩ হাজার ৯০০ জন মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে। যার ফলে লক্ষ্মীর ভান্ডার এবং বিধবা ভাতা মিলিয়ে সর্বমোট ২০ লক্ষ ৭৫ হাজার মহিলা উপকৃত হবেন। আর এই ক্ষেত্রে সরকারের বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে মনে করা হচ্ছে। একইভাবে ডিসেম্বর থেকে ১৯ হাজার জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যার ফলে বাড়তি খরচ হবে ২৩ কোটি।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের