খাস কলকাতায় অস্ত্রভাণ্ডারের হদিশ! বাজেয়াপ্ত প্রচুর বন্দুক, কার্তুজ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতার বুকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বৈঠকখানা রোডে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। আর তারপর হাতেনাতে এক অভিযুক্তকে পাকড়াও করা হয়। উদ্ধার হয় ৫টি বন্দুক ও ৯০ রাউন্ড কার্তুজ।

লোকসভা নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে গত কয়েক বছরে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার কলকাতাতেও এমন ঘটনা।

এদিনের ঘটনায় আগে থেকে নজর রাখছিলেন পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। অস্ত্র মজুদের খবর পেয়েছিলেন গোপন সূত্রে। এরপর সুযোগ বুঝে হঠাৎই পুলিশের বিশেষ টিম বৈঠকখানার লোকশনে হানা দেয়। মিশনের লিড দেন দুঁদে অফিসাররা। তাঁদের তৎপরতাতেই হাতেনাতে ধরে ফেলা হয় এক অভিযুক্তকে। এতটাই সন্তর্পণে পুলিশ অভিযান চালায় যে অভিযুক্ত আগে থেকে কিছু ঠাহরই করে ওঠার সময় পায়নি।

আরো পড়ুন:-শরীরে থাইরয়েডের জন্য ওজন বাড়ছে হু হু করে? জানুন সমস্যার সমাধান

এরপর সেই অস্ত্রভাণ্ডার থেকে বন্দুক, গুলি উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা।

অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত রাজাবাজার এলাকার বাসিন্দা। বৈঠকখানা বাজারে অস্ত্র সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযুক্তকে। পুলিশ তার কাছ থেকে পাঁচটি বন্দুক এবং ৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অস্ত্র ও কার্তুজ বিহার থেকে আনা হয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী কারণে এই অস্ত্র কলকাতায় আনা হল এবং এর পিছনে কোন চক্র, কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরো পড়ুন:-গ্যারান্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন, কেন্দ্রের PM বিদ্যালক্ষ্মী যোজনা, জানুন কীভাবে পাবেন?

#END

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন