খুব শীঘ্রই সরকারি কর্মীদের বেতন 18000 টাকা পর্যন্ত বাড়তে পারে। প্রস্তাব গেল অর্থ দপ্তরে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

modi-mamata

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি কর্মীদের জন্য একটি ভালো খবর। খুব শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বাড়াতে চলেছে কমিশন (Pay Commission). বছরের শুরু থেকে নানান ভাবে কর্মীদের বেতন, ডিএ বৃদ্ধি করেছে সরকার। উৎসবের আগে ঘোষণা করা হয়েছে বোনাসের। আর এবার সরকারি কর্মীদের বেতন পুনরায় বৃদ্ধি করার পরিকল্পনা চলছে সরকারের তরফে। ইতিমধ্যে যে সম্ভাবনা সামনে আসছে, যা থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে ১৮০০০ টাকা পর্যন্ত।

Government Employees Pay Commission

সারা বছরভর সরকারি কর্মীরা অপেক্ষায় থাকেন সরকারের তরফের ডি এ কিংবা বেতন বৃদ্ধির ঘোষণা কবে হবে। সাধারণত বেতন কমিশনের (Pay Commission) নতুন সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষায় থাকেন সবাই। তবে সারা বছর ধরে যে নির্দিষ্ট সময় অন্তর বেতন বৃদ্ধি হবে বাস্তবে তা হয় না। কখনো ডিএ (DA) বৃদ্ধি পেলেও সেই সূত্র ধরে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হয়। আবার অনেক সময় দেখা যায়, আলাদা করে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে সরকার।

ইতিমধ্যে যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেখানে সরকারি কর্মীদের বেতন একলাফে বাড়তে পারে বলেই এক ধারণা করা হচ্ছে। পরিসংখ্যান কি বলছে? নতুন সিদ্ধান্ত অনুসারে সরকারি কর্মীদের বেতন কতটা বাড়তে পারে? কবে থেকে লাগু হবে নতুন বেতন? এই প্রত্যেকটি তথ্য নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। আপনারা অবশ্যই ডিটেলস জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়বেন।

 

আরো পড়ুন:- ১ নভেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল, জানুন রিজার্ভেশনের নয়া নিয়ম

Government Employees Salary Hike

কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য খুশির খবর। সূত্রের খবর, আবার সরকারি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার অর্থ সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ে নোট। ইতিমধ্যে জানা যাচ্ছে, সরকার কর্মীদের ন্যূনতম বেতন 26,000 টাকা বাড়ানোর নয়া পরিকল্পনা শুরু হয়েছে সরকারের তরফে। অর্থাৎ, সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে প্রায় 8,000 টাকা।

এই বিষয়ে জানতে হলে আপনাকে ফিকুমেন্ট ফ্যাক্টর সম্পর্কে আরো জানতে হবে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন ফিটমেন্ট ফ্যাক্টর কি? আসলে, ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি ফ্যাক্টর যার ভিত্তিতে একজন সরকারি কর্মীর বেতন নির্ধারণ করা হয়। এই মুহূর্তে এই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57, কিন্তু জানা যাচ্ছে, সরকার এটি 3.68 করতে যাচ্ছে। এর মানে হল সরকারি কর্মীদের বেতন অনেক বেড়ে যাবে।

সরকারি কর্মীদের বেতন কত বাড়বে?

এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কতটা পরিমাণে বেতন বাড়াবে সরকার? তাহলে একটি হিসেব আপনার জেনে রাখা জরুরী। মনে করা যাক, আপনার মূল বেতন বর্তমানে 18,000 টাকা। সরকারি তরফে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর পরে, আপনার বেতন হয়ে যাবে প্রায় 66,240 টাকা। এর অর্থ হল আপনার বেতন প্রায় 18,000 টাকা বৃদ্ধি পাবে। আর বেতন বৃদ্ধি হলে আপনার হাতে বাড়তি টাকা আসবে। সেক্ষেত্রে একজন সরকারি কর্মীর জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

বর্তমান ভারতের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে। সরকার চায় সরকারি কর্মীদের আর্থিক অবস্থা মজবুত হোক।ফলে সরকার শিগগিরই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। আর সিদ্ধান্ত হয়ে গেলে পরের মাস থেকেই একজন সরকারি কর্মী বর্ধিত বেতন পেতে শুরু করবেন। এখন সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে কেন্দ্রের তরফে বেতন বৃদ্ধির ঘোষণা হবে। আশা করা যাচ্ছে, এই বছরের শেষের দিকে অথবা পরের বছরের শুরুর দিকে সংশ্লিষ্ট বিষয়ে সুখবর দেবে সরকার।

 

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন