খুলে যেতে পারে মানস সরোবর যাত্রা ? জয়শংকরের সঙ্গে আলোচনা চিনা বিদেশমন্ত্রীর

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- ভারত এবং চিনের সম্পর্কের গলদঘর্মের মধ্যে, উভয় দেশ প্রায় পাঁচ বছর পরে কৈলাস মানসরোবর যাত্রা (Kailash Mansarovar Yatra) পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জি২০(G20)শীর্ষ সম্মেলনের ফাঁকে চিনের ওয়াং ই-এর সঙ্গে দেখা করেন, যেখানে তাঁরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়(LAC) বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া (disengagement process) শেষ হওয়ার পরে ভারত-চিন সম্পর্কের পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করেন।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জয়শঙ্কর লিখেছেন, “ভারত-চিন সীমান্ত এলাকায় সাম্প্রতিক বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ায় অগ্রগতি লক্ষ্য করেছি আমরা এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেছি। বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।”

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

প্রসঙ্গত, ২০১৩ সালে ভারত এবং চিনের মধ্যে কৈলাশ মানস সরোবর যাত্রা নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার ফলে লিপুলেখ পাসের(Lipulekh Pass) রাস্তাটি খুলে দেওয়া হয়। এরপর ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী চিনের সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেন যার ফলে নাথুলা পাশের(Nathu La Pass) রাস্তাটিও খুলে দেওয়া হয় এই যাত্রার জন্য। সেই সময় বহু ভারতীয় পুন্যার্থী কৈলাশ মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন। কিন্তু যেই পথ দিয়েই যাওয়া হোক না কেন যেতে হত চিন হয়েই ,যার জন্য ভারতীয়দের দরকার হত চাইনিজ ভিসা।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

কিন্তু ২০২০ সালের পর থেকে এই দুটি পথই বন্ধ করে দেওয়া হয়। যদিও গত বছর চিন তাঁদের নেপালের দিকের সীমান্ত খুলে দিলেও বিদেশিদের জন্য বিশেষ করে ভারতীয়দের জন্য বানানো হয় খুবই কঠোর নিয়ম। যার ফলে বাস্তবে এই যাত্রা ভারতীয়দের জন্য অসম্ভব হয়ে পড়ে। এখন দীর্ঘ ৫ বছর পর এই কৈলাস মানস সরোবর যাত্রা নিয়ে উভয় দেশের মধ্যে ফের আলোচনা শুরু হওয়ায় যে আশার আলো দেখছেন ভারতীয় পুন্যার্থীরা তা বলাই বাহুল্য।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন