খোঁজ মিলল এভারেস্টের দুই ‘ঠাকুরদার’, বয়স ৫০ কোটি বছর, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের তকমা হারিয়ে ফেলবে এভারেস্ট? সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন আরও দুই শৃঙ্গের, যেগুলির উচ্চতা এভারেস্টের চেয়ে ঢের বেশি। শুধু বেশিই নয়, এভারেস্টের উচ্চতার তুলনায় প্রায় ১০০ গুণ বেশি। কিন্তু কোথায় হদিশ মিলল এত উঁচু পর্বতশৃঙ্গের?

সম্প্রতি ‘দ্য নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে, এ পৃথিবীতেই রয়েছে এমন দুই শৃঙ্গ, যেগুলির উচ্চতা এভারেস্টের চেয়ে ১০০ গুণ বেশি। এই দুই দানবীয় শৃঙ্গ পৃথিবীর বুকে কোটি কোটি বছর ধরে রয়েছে অথচ তা টের পেলেন না বিজ্ঞানীরা? কারণ মাটির উপর নয়, এই দু’ই পর্বতশৃঙ্গই রয়েছে জলের তলায়। ভূপৃষ্ঠের ১৯০০ কিলোমিটার নীচে। আফ্রিকা মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে এই বিরাট পর্বতশৃঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা যা আন্দাজ করতে পেরেছেন, তাতে এই দুই শৃঙ্গের উচ্চতা ১০০ কিলোমিটারেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের উচ্চতা ৮.৮ কিলোমিটার। সেই অনুযায়ী এই দুই শৃঙ্গের উচ্চতা তার চেয়ে ১০০ গুণেরও বেশি। আর এটিই অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের।

আরও পড়ুন:– ভরসা কমছে মিউচুয়াল ফান্ডে ! ডিসেম্বরে বন্ধ হয়েছে 45 লক্ষ SIP অ্যাকাউন্ট, রইলো বিস্তারিত

এই দুই শৃঙ্গ দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর ‘কোর’ এবং ‘ম্যান্টেল’-এর মধ্যবর্তী এলাকায়। এই এলাকাটির রূপকে বিজ্ঞানের পরিভাষায় ‘সেমি সলিড’ বলা হয়। অর্থাৎ তা পুরোপুরি কঠিন নয়। পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে তরল উত্তপ্ত লাভার অংশ। আর একেবারে বাইরে কঠিন অংশ। এর মধ্যবর্তী জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই দুই শৃঙ্গ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের বহুদিনের সন্দেহই এই আবিষ্কারের সঙ্গে সত্যি হয়েছে। সমুদ্রের তলায় লুকিয়ে থাকতে পারে এমন দুই বিরাট শৃঙ্গ, বহুদিন এমনটা আন্দাজ করেছিলেন বিজ্ঞানীদের একাংশ। যদিও কোনও নির্দিষ্ট প্রমাণ ছিল না কারও হাতেই। শেষ পর্যন্ত ভূমিকম্প এবং সিসমিক শকওয়েভের চরিত্র বিশ্লেষণ করে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

এই দুই শৃঙ্গের বয়স কত হতে পারে, তাও আন্দাজ করে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের অনুমান, ন্যূনতম ৫০ কোটি বছর। তবে এমনও হতে পারে, এগুলির বয়স পৃথিবীর বয়সের সমান। অর্থাৎ প্রায় ৪০০ কোটি বছর। সেই হিসাবে এই দুই শৃঙ্গকে বয়সের নিরিখেও এভারেস্টের প্রপিতামহ বলা যেতে পারে। কারণ এদের পাশে মাত্র ৬ কোটি বছর পুরোনো মাউন্ট এভারেস্ট নেহাতই শিশু।

আরও পড়ুন:– ৫০,০০০ টাকা বেতনে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন