খো খো বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ, নতুন বছরে ক্রীড়াক্ষেত্রে নজর কোন কোন ইভেন্টে? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালে ইতিমধ্যেই বল গড়িয়ে গিয়েছে খেলার মাঠে। ফুটবল থেকে হকি, ঘরোয়া থেকে আন্তর্জাতিক– অনেক ইভেন্টের দিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। বারো মাস জুড়েই চলবে রোমাঞ্চকর প্রতিযোগিতা। দেখে নেওয়া যাক কোন কোন বড় ইভেন্ট আছে ২০২৫ সালে –

জানুয়ারি

জানুয়ারি মাস জুড়ে চলবে পুরুষ ও মহিলাদের হকি ইন্ডিয়া লিগ। ১২ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। ১৩-১৯ জানুয়ারি বসবে খো খো বিশ্বকাপের আসর। এ ছাড়া ১৪-১৯ জানুয়ারি ব্যাডমিন্টনে হবে ইন্ডিয়ান ওপেন। ১৮ জানুয়ারি থেকে চলবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি২০ ক্রিকেট বিশ্বকাপ।

ফেব্রুয়ারি

১৫ তারিখ থেকে শুরু হবে পুরুষ ও মহিলাদের হকি প্রো লিগ। ১৯ ফেব্রুয়ারি থেকে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তা ছাড়াও ৭-১৪ ফেব্রুয়ারি চলবে এশিয়ান উইন্টার গেমসের আসর।

মার্চ

মার্চের ১ তারিখ থেকেই শুরু হবে মেয়েদের হকির জাতীয় চ্যাম্পিয়নশিপ। ১১-১৬ মার্চ অবধি চলবে অল ইংল্যান্ড ওপেন। ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগ আইপিএল। তা ছাড়াও ১৬ মার্চ ফুটবলে আছে লিগ কাপের ফাইনাল।

আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?

এপ্রিল

৪-১৫ এপ্রিল বসবে ছেলেদের হকির জাতীয় চ্যাম্পিয়নশিপ। তাছাড়াও ২৭ এপ্রিল আছে লন্ডন ম্যারাথন।

মে

১৭-২৫ মে হবে ওয়ার্ল্ড টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই মাসে ঠাসা ক্রীড়াসূচী আন্তর্জাতিক ফুটবলে। ২১ মে আছে ইউরোপা লিগের ফাইনাল। ২৪ মে হবে জার্মান কাপ, ফ্রেঞ্চ কাপ এবং মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২৫ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। ৩১ মে আয়োজিত হবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪ সালের ফাইনাল।

জুন

৪-৮ জুন হবে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল ও ফাইনাল। ১৪ জুন থেকে শুরু হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। ৩০ জুন থেকে বসবে টেনিসের বড় আসর উইম্বলডন।

জুলাই

২ তারিখ থেকে শুরু হবে মেয়েদের ইউরো কাপ। ৫-২৯ জুলাই বসবে মেয়েদের ফিডে চেস ওয়ার্ল্ড কাপ। এ ছাড়া ১২ তারিখ থেকে শুরু হবে মেয়েদের কোপা আমেরিকা।

অগস্ট

১৫ অগস্ট থেকে শুরু হবে এক মাস ব্যাপী মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। ২৫ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ইউ এস ওপেন।

সেপ্টেম্বর

১৩-২১ সেপ্টেম্বর হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ। ২৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। এই মাসেই হবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ।

অক্টোবর

এই মাসে আছে অনেকগুলো গ্রাঁ প্রি। তাছাড়াও চলবে লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো বিভিন্ন দেশের ফুটবল লিগগুলি।

নভেম্বর

অনেকগুলো গ্রাঁ প্রি-র পাশাপাশি দিল্লিতে আয়োজিত হবে ওয়ার্ল্ড বক্সিং কাপের ফাইনাল।

ডিসেম্বর

এই মাসেই আয়োজিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। তা ছাড়াও ২১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আফ্রিকা কাপ অফ নেশন্স।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন