গরম পোশাক লাগছে না, তবে কি এখানেই শীতের ইতি, কি বলছে আবহাওয়া দফতর, জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অগ্রহায়ণের শেষের দিকেই এই রাজ্যে শীতের কামড় টের পাচ্ছিলেন মানুষজন। অনেকেই মনে করেছিলেন আগাম শীত পড়ে যাওয়ায় এবার শীতের ইনিংস বেশ লম্বা হতে চলেছে। কিন্তু সে সুখ বেশিদিন টেকেনি। ফের গরম পড়ে যায়।

আবার জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে পারদ পতন হচ্ছিল। কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা তাল কাটে। ফলে আবার পারদ চড়তে থাকে। মঙ্গলবার তো গরম এতটাই যে অনেকেই শীতের পোশাক ছাড়াই থেকেছেন।

শাল, সোয়েটারে রীতিমত গরম লাগছে। তবে কি এ মরসুমে শীতের পাকাপাকি বিদায় হয়ে গেল। বিশ্ব উষ্ণায়ন কি রাজ্যবাসীর এই ক্ষণিকের শীতের আনন্দটুকুও কেড়ে নিল?

আরও পড়ুন:– সুখবর! চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে! কারা ও কিভাবে টাকা পাবেন? জেনে নিন

আবহাওয়া দফতর কিন্তু অন্য কথা বলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

তাতে যে ঠান্ডা পড়বে তা পরের ৩ দিন টানা বজায় থাকবে। মানে আগামী ৫ দিনে শীতে তেমন কমতি হবেনা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মকরসংক্রান্তির আগে একটা ভাল ঠান্ডার স্পেল পেতে পারে দক্ষিণবঙ্গের বড় অংশ।

উত্তরবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। সেখানেও আগামী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। যা তারপরের ৩ দিন বজায় থাকবে।

এমনকি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ফলে গরম পড়লেও শীত যে পাকাপাকি বিদায় নিয়েছে এমনটা নয়।

আরও পড়ুন:– মোবাইলে ভুয়ো ফোন বা মেসেজ এলে কী করা উচিত? জেনে নিন

আরও পড়ুন:– সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নিয়ম রাজ্যের, বিস্তারিত জানুন

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন