গলার স্বর থেকে অঙ্গভঙ্গি, হুবহু মানুষের মতো, AI প্রযুক্তির রোবট বানালেন বাংলার অধ্যাপক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কৃত্রিম মেধা এখন আমাদের জীবনের অঙ্গ। স্কুল-কলেজের পড়াশোনায় এআইকে কাজে লাগানোর প্রয়াস শুরু হয়েছে গত কয়েক বছরে। কৃষি, শিল্প, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনেও ব্যবহৃত হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা পরিচালিত ‘রোবট’। দীর্ঘ পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে সেরকমই একটি ‘রোবট’ নির্মাণ করলেন চুঁচুড়ার অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী। তাঁর এই প্রচেষ্টায় সহায়তা করেন পাঁচ জন পড়ুয়াও।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স-এর মেলবন্ধনে মানব রূপী এই অভিনব রোবট তৈরি করেছেন চুঁচুড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী। বিদেশের বাজারে এআই টেকনোলজির রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন বলে দাবি করেছেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরে রোবটের মধ্যে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। মানুষের মতো হাত-পা সঞ্চালন থেকে শুরু করে ঠোঁট-মুখ নেড়ে কথা বলতে পারে রোবটটি। তাকে যা শেখানো হয়, তা অনুকরণ করতে কয়েক সেকেন্ড সময় নেয় রোবটটি। পরবর্তীকালে এই রোবট বাজারে আনার ব্যাপারেও চিন্তাভাবনা করছেন অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী।

 

বাংলা, হিন্দি বা ইংরেজি যে কোনও ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে এই রোবট। গণিতের নামতা থেকে শুরু করে যে কোনও সাধারণ জ্ঞান, ক্রিকেট বা ফুটবলের খবর, কী জানে না এই রোবট! পদার্থবিদ্যা, রসায়ন, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান সব কিছুই জানা রয়েছে তাঁর। রোবটটি নির্মাণ করতে মোট ৬০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান অধ্যাপক।

বিশ্বরূপ বলেন, ‘মানুষের সিলিকন আর্ট মডেল তৈরি করে অনেকেই নিজের বাড়িতে রাখছেন প্রিয়জনকে মনে রাখার জন্য। তবে আমি একধাপ এগিয়ে যেতে চাইছি। যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে যে কোনও মানুষের গলার স্বর এবং তাঁর থ্রিডি চিত্রের মাধ্যমে মৃত মানুষকে চোখের সামনে নিয়ে আসা সম্ভব।’ স্কুল-কলেজ বা কোনও শপিংমলেও বাণিজ্যিক কাজে এই রোবট ব্যবহার করা সম্ভব বলেও জানান তিনি।

 

আরো পড়ুন:– গুড় খাঁটি না ভেজাল? চেনার এই কৌশল জানলে আর ঠকবেন না

 

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- আইনের পাঠ থেকে সুব্যবহার! সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণের প্রস্তাব নবান্নে

আরো পড়ুন :- বাড়ি-অফিসে ED হানা প্রসঙ্গে মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন