গাজায় ফের ইজরায়েলি হানা, মহিলা ও শিশু-সহ নিহত 12

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ইজরায়েলের হামলায় প্যালেস্তাইনের গাজা উপত্যকায় 12 জন নিহত হয়েছেন ৷ বুধবার প্যালেস্তাইনের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশ মহিলা ও শিশু ৷

2023 সালের অক্টোবরে ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস ৷ তার পর থেকে গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েল ৷ টানা 15 মাস ধরে চলছে এই লড়াই ৷ যা জারি রইল 2025 সালের প্রথমদিনও ৷

গাজা উপত্যকার উত্তর অংশেই প্রথমদিকে আক্রমণ করে ইজরায়েল ৷ ফলে ওই অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে ৷ সেখানকার জাবালিয়া এলাকাতেই এদিন একটি হামলা হয় ৷ সেই হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রক ৷ তার মধ্যে একজন মহিলা ও চারজন শিশু রয়েছে ৷ এছাড়াও আরও অনেকে আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ৷

আরেকটা হামলা হয়েছে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ৷ সেই হামলায় এক মহিলা ও এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে আল-আকসা শহিদ হাসপাতাল ৷ সম্প্রতি প্যালেস্তাইনের জঙ্গিরা রকেট হামলা চালিয়েছিল ৷ তার পরই বুরেজে পালটা আঘাতের কথা বলেছিল ইজরায়েলি সেনা ৷ সেই কারণে শরণার্থীদের ওই এলাকা থেকে সরানোর কথাও বলা হয়েছিল ৷ তৃতীয় হামলাটি হয় গাজার দক্ষিণ অংশের শহর খান ইউনিসে ৷ বুধবার ভোরে ওই হামলা হয় ৷ এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিকটবর্তী নাসের হাসপাতাল এবং ইউরোপীয় হাসপাতাল ৷

আরও পড়ুন: R.G কর মেডিকেল কলেজে নতুন করে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি – দেখেনিন বিস্তারিত

উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাস দক্ষিণ ইজরায়েলে হামলা চালায় ৷ তারা প্রায় 1200 জনকে হত্যা করে এবং অপহরণ করে আড়াইশো জনকে ৷ এর পর হামাসের বিরুদ্ধে আক্রমণ শুরু করে ইজরায়েল ৷ গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি, সেই হামলায় এখনও পর্যন্ত প্রায় 45 হাজার প্যালেস্তানীয়র মৃত্যু হয়েছে ৷ যদিও ইজরায়েলের দাবি, তারা 17 হাজার হামাস জঙ্গি নিকেশ করেছে ৷

জঙ্গিরা যেহেতু বসতি এলাকায় লুকিয়ে ছিল বা সাধারণ নাগরিককে ঢাল করে বাঁচার চেষ্টা করেছে, সেই কারণেই সাধারণ নাগরিকরা নিহত হয়েছেন বলে দাবি ইজরায়েলের ৷ যদিও এই লড়াইয়ের জেরে গাজার পরিস্থিতি বিধ্বস্ত ৷ প্রায় 90 শতাংশ লোক ঘরছাড়া হয়েছেন ৷ বহু মানুষের আশ্রয় হয়েছে শরণার্থী শিবিরে ৷

এদিকে যে আড়াইশো জনকে অপহরণ করেছিল হামাস ৷ তাদের মধ্যে 100 জনকে এখনও মুক্ত করা হয়নি ৷ মনে করা হচ্ছে, ওই একশো জনের মধ্যে এক তৃতীয়াংশ আর বেঁচে নেই ৷ এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলি মধ্যপ্রাচ্যের এই লড়াই থামাতে অনেক চেষ্টা করেছে ৷ তারা চাইছে অন্তত এক বছরের জন্য যাতে যুদ্ধবিরতি করানো যায় ৷ আর হামাসের হাতে যাঁরা এখনও বন্দি, তাঁদের যাতে মুক্ত করানো যায় ৷

কিন্তু সেই প্রচেষ্টা এখনও সফল হয়নি ৷ কারণ, হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি ৷ অন্যদিকে ইজরায়েল ‘সম্পূর্ণ বিজয়’ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় ৷ সেকথা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু বলেওছেন ৷ ফলে এই লড়াইয়ের শেষ কোথায়, তা এখনও অনুমান করা কঠিন ৷

এদিকে দক্ষিণ লেবাননে একজন ইজরায়েলি প্রত্নতাত্ত্বিক নিহত হন গত নভেম্বরে ৷ 70 বছর বয়সী ওই প্রত্নতাত্ত্বিকের নাম জিভ এরলিচ ৷ তিনি ওয়েস্ট ব্যাংকের একজন সুপরিচিত বসতি স্থাপনকারী এবং ইহুদি ইতিহাসের গবেষক হিসেবে পরিচিত ছিলেন । তাঁর সঙ্গে একজন ইজরায়েলি সৈনিকও ছিলেন ৷ হিজবুল্লার হামলায় তাঁরা দু’জনেই নিহত হন ৷ ইজরায়েলি মিডিয়ার দাবি, প্রত্নতান্ত্বিক গবেষণার জন্য দক্ষিণ লেবাননে গিয়েছিলেন এরলিচ ৷ তখনই তিনি নিহত হন ৷ এই ঘটনার দায় ইজরায়েলি সেনা প্রত্নতাত্ত্বিকের ঘাড়েই চাপিয়েছে ৷ তবে কীভাবে তিনি ওই অঞ্চলে প্রবেশ করলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন