গাড়ি নেই-বিরিয়ানি নেই! সিপিআইয়ের ডাকা সমাবেশে আসতে নারাজ ‘সমর্থক’রা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- লোকসভায় সাংসদ সংখ্যা 2 । জাতীয় দলের মর্যাদাও হারিয়েছে কাস্তে-ধানের শিস । এই অবস্থায় সিপিআই গত 26 ডিসেম্বর 100 বছরে পা দিয়েছে । এ উপলক্ষ্যে বছরভর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব । মিছিল, মিটিংয়ের মাধ্যমে বরেণ্য নেতাদের স্মরণ করতে চান নেতৃত্ব । দলীয় শক্তিবৃদ্ধির চেষ্টাও হবে ।

এই কারণেই আগামী 5 ফেব্রুয়ারি কলকাতার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে রাজ্য সিপিআই । সাধারণ সম্পাদক ডি রাজার উপস্থিত থাকার কথা রয়েছে । কিন্তু শতবর্ষের পার্টির রাজ্যে বিধায়কও নেই, ভাণ্ডারে টাকাও নেই । তাই ধর্মতলা ভরাতে হিমশিম খাচ্ছে তারা । অর্থাভাবে আমন্ত্রিত নন বিদেশি বাম দলের প্রতিনিধিরাও ।

CPI 100 YEARS

2020 সালের 2 ফেব্রুয়ারি কলকাতার রানি রাসমনি রোডে সিপিআই-এর ডাকে সমাবেশ। (ফাইল ছবি-সিপিআই)

 

এমনকি, জেলার কর্মী-সমর্থকরা বলছেন, যাতায়াতের গাড়ি-খাবারের ব্যবস্থা না করলে আসতে পারবেন না । সিপিআই রাজ্য কমিটির এক নেতায় কথায়, “জেলায় গিয়ে 5 তারিখের সমাবেশে আসতে বলা হলে হতাশ হয়ে ফিরতে হচ্ছে । কারণ, অধিকাংশই বলছেন, অন্য পার্টি গাড়ি দেয়, বিরিয়ানি দেয় । আপনারা তো কিছুই দেন না । সমাবেশে যাব না ।”

এ কেমন ‘সমর্থক’, গাড়ি না পেলে পার্টির ডাকা সমাবেশে আসবেন না ? পার্টির গাড়ির ব্যবস্থাও করছে না কেন ? জিজ্ঞাসা করা হলে আর্থিক সঙ্গতি যে নেই, তা স্বীকার করে নিচ্ছেন রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় । তাঁর ব্যাখ্যা, “সদস্য, ঘনিষ্ঠ ও সমর্থক, এই তিন ধরনের মানুষ সমাবেশে আসেন । ওই সমর্থকদের কেউ এমন কথা বলছেন । কিন্তু পার্টির অত টাকা নেই ।”

CPI 100 YEARS

2020 সালের 2 ফেব্রুয়ারি কলকাতার রানি রাসমনি রোডে সিপিআই-এর ডাকে সমাবেশ। (ফাইল ছবি-সিপিআই)আরও পড়ুন:– আরও বড় বিপর্যয়ের অপেক্ষায় কলকাতা? জানতে বিস্তারিত পড়ুন

 

আর্থিক সংকটের বিষয়ে সিপিআইয়ের রাজ্য কমিটির আর এক নেতা বলেন, “ধরুন মেদিনীপুর থেকে একটা বাস কলকাতা আসবে । তার ভাড়া 24 হাজার টাকা । তাতে 60 জনকে নিয়ে আসা যাবে । তাঁদের খাওয়া-সহ আনুষাঙ্গিক খরচ 50 হাজারের বেশি । এরকম ভাবে এত টাকা খরচ সম্ভব নয় । আমরা এটাও বলছি যে, মেচেদা স্টেশন পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব । বাকিটা নিজেদের করতে হবে । খাওয়ার জন্য মুড়ি বা শুকনো খাবার নিজেদের রাখার প্রস্তাব দিচ্ছি । তাতেও চিঁড়ে ভিজছে না ।”

পার্টির এত দুরবস্থার কারণ ব্যাখ্যায় আবার বুদ্ধদেব ভট্টাচার্যর ত্রুটিপূর্ণ জমি অধিগ্রহণ নীতিকেই দোষারোপ করা হচ্ছে ৷ রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “বামফ্রন্ট সরকার হেরে যাওয়ার অনেক কারণ রয়েছে । তার মধ্যে অন্যতম, সিঙ্গুরে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ত্রুটি । যাইহোক, এখন আমাদের আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে । মানুষকে জানাতে হবে, আমরা আছি । বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে সমস্ত বাম দলগুলি এক হলে লড়াই আরও জোরদার হবে ।”

CPI 100 YEARS

2020 সালের 2 ফেব্রুয়ারি কলকাতার রানি রাসমনি রোডে সিপিআই-এর ডাকে সমাবেশ। (ফাইল ছবি-সিপিআই)

 

1925 সালে কানপুরে প্রথম পার্টি কংগ্রেসের মাধ্যমে গঠিত হয় সিপিআই । তারপর 1964-তে পার্টি ভাগ হয়ে তৈরি হয় সিপিএম । কিন্তু সিপিএম মনে করে 1920 সালে তাসখন্দেই জন্ম হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির । সেসব এখন ইতিহাস । বর্তমান সাধারণ সম্পাদক ডি রাজার নেতৃত্বে টিমটিম করেই জ্বলছে সিপিআই ।

উদাযাপন হবে কীভাবে ? দলের রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় নেতত্ব স্বপন বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘‘2024 থেকে 2025 বছরভর উদাযাপন করা হবে । বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কর্মসূচি চলছে । যাঁরা কমিউনিস্ট আন্দোলনে অবদান রেখেছেন, তাঁদের স্মৃতিচারণা করা হচ্ছে ।’’

বর্তমান রাজনৈতিক ইস্যুগুলো নিয়েই সমাবেশ হবে । 5 ফেব্রুয়ারি রানি রাসমনি রোডে সমাবেশ রয়েছে । তারপরেই পার্টি কংগ্রেসের উদ্দেশ্যে সম্মেলন শুরু হবে । 15-17 অগস্ট সল্টলেকে রাজ্য সম্মেলন শুরু হবে । 21-25 সেপ্টেম্বর চণ্ডীগড়ে হবে পার্টি কংগ্রেস ।

অন্যদিকে, বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে সিপিআই (এমএল) লিবারেশনও শতবর্ষ বিভিন্ন উপায়ে পালন করবে বলে । লিবারেশনের পলিটব্যুরো সদস্য কার্তিক পাল বলেন, ‘‘আমাদের ধারা একই । সারা দেশ জুড়ে নানাভাবে এই শতবর্ষ আমরা পালন করব ।’’

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন