গাণিতিক লিপি চর্চা করে বিশ্বখ্যাতি অর্জন বাঙালি শিক্ষকের, গর্বিত দেশ

By Bangla news dunia Desk

Published on:

Bhaskar Paul

Bangla News Dunia , অমিত :  সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সোদপুর, নাটাগড়, মহেন্দ্রনগরের বাসিন্দা ভাস্কর পাল গাণিতিক সংখ্যাগুলিকে বিশ্বের বিভিন্ন দেশের, বিভিন্ন যুগের ১০০ টি ভিন্ন লিপিতে লিখে বিশ্বরেকর্ড গড়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডস তাঁর এই কৃতিত্বকে বিশ্বরেকর্ড হিসেবে নথিভুক্ত করে স্বীকৃতি প্রদান করেছে।

ভাস্কর পাল সুন্দরবনের সন্দেশখালির সুকদোয়ানী গাববেড়িয়া দয়ালচাঁদ বিদ্যাপীঠের গণিত শিক্ষক। গণিত বিষয়ে বিশ্বখ্যাতি অর্জনের লক্ষ্যে তিনি বিভিন্ন দেশের, বিভিন্ন যুগের গাণিতিক লিপি সংগ্রহ করে, সেগুলি লেখার বিষয়ে দক্ষতা তৈরি করেন। একনিষ্ঠ শ্রম, অধ্যবসায়, একাগ্রতা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। প্রাচীন গ্রীস, রোম, পারস্য, মিশর, চীন, ব্যাবিলন, সুমেরীয়, মায়া সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময়ের তামিল, তেলেগু, কানাড়া, মালয়ালম, ওড়িয়া, গুজরাতি, পাঞ্জাবী, মণিপুরী, লেপচাসহ ১০০ টি ভিন্ন লিপিতে গাণিতিক সংখ্যাগুলিকে তিনি অনায়াসে লিখতে পারেন। গণিতচর্চার ইতিহাসে এমন কৃতিত্ব বিশ্বে এই প্রথম।

আরো পড়ুন :- জানেন মাসে কত টাকা মাইনে পান ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ? জানুন অজানা তথ্য

ভাস্কর পালের প্রতিক্রিয়া :

“নিজের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গণিত বিষয়ে আরও উৎসাহিত করতে আমি এই উদ্যোগ গ্রহণ করি। পাশাপাশি বিশ্বের দরবারে ভারতবর্ষের সম্মান বৃদ্ধির বিষয়টি আমার মাথায় ছিল। ছাত্রজীবন থেকেই ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে নিজের গুরু বলে মানতাম। তাঁর আদর্শেই এগিয়ে চলেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতার পেশায় যোগদান করি। লিপি হল যেকোনো দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক উপাদান। আমার এই কাজ বৈচিত্র্যময় পৃথিবীতে ঐক্যের সন্ধান করতে সমর্থ হয়েছে, বিশ্ব সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেও ভীষণভাবে সফল হয়েছে।”

আরও পড়ুন : জানেন কিভাবে উৎপত্তি হল ভারত ভূমির ?

ভাস্কর পালের এই সাফল্যে পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও গণিত জগতের সকলেই গর্ববোধ করছেন। একজন বাঙালি ও ভারতীয় হিসাবে তার গর্বে আমরা সকলেই গর্বিত। আমরা চাই তিনি এই ভাবে এগিয়ে চলুক, আর তিনি গণিতে আগামী প্রজন্মকে উৎসাহিত করুক।

ভাস্কর পাল , মহেন্দ্রনগর
পোস্টঃ নাটাগড় (সোদপুর) পিন কলকাতা 700113
জেলা উত্তর 24 পরগণা পশ্চিমবঙ্গ, ভারত
মোবাইল 7890370570

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন