গুজরাটে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ ও খুন, গ্রেপ্তার ২

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ৭০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, পুলিশের জালে ২। ঘটনাটি ঘটেছে গুজরাটের আনন্দে। বৃহস্পতিবার এই ঘটনায় মূল অভিযুক্ত ইমতিয়াজ হাসান রাঠোর এবং চিরাগ ঠাকুর চৌহ্বানকে গ্রেপ্তার করা হয়।

গুজরাটের মোগরি গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধার জামাই বুধবার বিদ্যানগর থানায় শাশুড়ির অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, বাড়িতেই ওই মহিলার নিথর দেহ উদ্ধার করে পরিবার। তাঁর কানে থাকা সোনার দুল গায়েব ছিল। গয়নাটির দাম প্রায় ৫০ হাজার বলে জানিয়েছিল পরিবার। তাঁদের প্রাথমিক সন্দেহ ছিল, কেউ অর্থের জন্য খুন করেছিল প্রবীণাকে।

আরও পড়ুন:– কোনও ব্যক্তি সর্বোচ্চ ক’টি ফিক্সড ডিপোজ়িট খুলতে পারেন? কী বলছে নিয়ম? জেনে নিন

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আনন্দের ক্রাইম ব্রাঞ্চ এবং বিদ্যানগর পুলিশ স্টেশন যৌথভাবে এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে পুলিশ খুনের অভিযোগ দায়ের করেছিল। কিন্তু পরে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর জানা যায়, যৌন নির্যাতন চালানো হয় ওই বৃদ্ধার উপর। তাঁর গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ১ তারিখ রাতে ওই প্রবীণার বাড়িতে ঢুকেছিল ২ জন। প্রথমে তাঁকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাঁর উপর শারীরিক অত্যাচার করা হয়। এরপর তাঁকে শ্বাসরোধ করে খুনের পরে ঘটনাস্থল ছাড়ে দুষ্কৃতীরা। সঙ্গে নিয়ে যায় বৃদ্ধার কানের দুলও।

ওই দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় তাদের সঙ্গে আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে তাও।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন